নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠী কি এক ছবিতে? ছবি: ফেসবুক।
অরিজিৎ সিংহ প্রথম হিন্দি ছবি বানাচ্ছেন। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। রবিবার প্রকাশ্যে এল ছবির কিছু অভিনেতাদের নাম। জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠী, পীযূষ মিশ্র।
খবর, এঁরা তিনজন অরিজিৎ সিংহের প্রথম হিন্দি ছবি ‘ভয়’-এ (সম্ভাব্য নাম) অভিনয় করছেন। ইতিমধ্যেই নাকি নওয়াজ়উদ্দিনের স্ত্রী এবং মেয়ে বোলপুরে পা রেখেছেন। বাকি অভিনেতারাও নাকি নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন বোলপুরে।
প্রসঙ্গত, শুটিং শুরুর আগে জোরকদমে চলেছে সেট তৈরির কাজ। সূত্রের খবর, ধল্লার সায়ারা গ্রামে সাঁওতালি মাটির বাড়ির আদলে সেট তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে অস্থায়ী টেরাকোটার মন্দির। অরিজিৎ নিজে দাঁড়িয়ে থেকে সে সব কিছুর তদারকি করছেন। ইতিমধ্যেই টেরাকোটা মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ। সেই ছবি হাতে এসেছে আনন্দবাজার ডট কম-এর। ছবি দেখে সত্যিই বোঝার উপায় নেই, মন্দিরটি আসল, না নকল।
উল্লেখ্য, অরিজিতের এই ছবির প্রযোজক মহাবীর জৈন। ছবির গল্প লিখেছেন অরিজিৎ এবং তাঁর স্ত্রী কোয়েল সিংহ।