KGF movie Director son

যশের ‘কেজিএফ’ ছবির সহ-পরিচালকের জীবনে বিপর্যয়, হারালেন চার বছরের ছেলেকে!

‘কেজিএফ’ ছবির সহ-পরিচালকের জীবনে নেমে এল বিপর্যয়। চার বছরের পুত্রসন্তানকে হারালেন কীর্তন নাদগৌড়। কী ভাবে মৃত্যু হয়েছে ছেলের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০
Share:

যশের কেজিএফ ছবির পরিচালকের চার বছরের ছেলের মৃত্যু। ছবি: সংগৃহীত।

২০১৮ সালের বক্সঅফিসে অন্যতম সফল ছবি ‘কেজিএফ’। দক্ষিণী তারকা যশের কেরিয়ারে‌র মোড় ঘুরে যায় এই ছবির পরে। এ বার সেই ছবির সহ-পরিচালকের জীবনে নেমে এল বিপর্যয়। চার বছরের পুত্রসন্তানকে হারালেন কীর্তন নাদগৌড়।

Advertisement

এক মাস আগেই হ্যালোউইনের সময় ছেলেকে নিয়ে আদুরে ছবি ভাগ করে নিয়েছিলেন পরিচালক। এর মধ্যেই ঘটে গেল অঘটন। পরিচালকের সন্তানের মৃত্যুতে শোকপ্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। পরিচালক জানান, তাঁর চার বছরের ছেলে সোনার্শ নাদগৌড়। খুদে একটি লিফ্‌টে উঠেছিল, যেটি সম্ভবত যান্ত্রিক গোলমালের কারণে হঠাৎই উপর থেকে নীচে পড়ে যায়। তাতেই আটকে পড়ে শিশুটি, শেষরক্ষা হয়নি।

উপমুখ্যমন্ত্রী লেখেন, ‘‘পরিচালক কীর্তন নাদগৌড়ের ছেলের মৃত্যুর খবর শুনে অত্যন্ত দুঃখিত, স্তব্ধ। তামিল, তেলুগু ছবির জগতে কীর্তন খ্যাতনামী ব্যক্তিত্ব। তাঁর ছেলের এমন আকস্মিক মৃত্যুতে আমি শোকস্তব্ধ। আশা করব, কীর্তন ও তাঁর স্ত্রী এই শোক কাটিয়ে উঠবেন। তাঁদের মানসিক স্থিতাবস্থার কামনা করছি।’’ এই অক্টোবর মাসেই জন্মদিন কাটিয়েছে পরিচালক-পুত্র। মাত্র দু’মাসের মধ্যেই বদলে গেল সবটা। দক্ষিণী ছবির বহু তারকা ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন। তবে যশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement