Khorkuto

সুকল্যাণের দ্বিধা, পুটুপিসির দৃঢ়তা, গুনগুনের প্রতিবাদ... প্রথম স্থানে ‘খড়কুটো’

চলতি সপ্তাহে ‘স্লট লিডার’-এর পাশাপাশি নির্ধারক সারণী (রেটিং চার্ট)-র একেবারে উপরে জায়গা ‘খড়কুটো’র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৯
Share:

‘সৌগুন’ রসায়ন আর পুটুপিসি মিলে ছিনিয়ে নিয়েছে ১০.৬।

দেবলীনার আত্মহত্যার চেষ্টা। বিয়ের মণ্ডপে পুটুপিসি ওরফে মুখোপাধ্যায় বাড়ির ছোট মেয়ে মেঘমালাকে একা ফেলে রেখে সুকল্যাণের উঠে যাওয়া। তাতে গুনগুনের মোক্ষম প্রশ্ন, ‘পুটু পিসি কি বানের জলে ভেসে এসেছে’? ফলাফল, দু-দুটো পুরস্কার পেল স্টার জলসার ‘খড়কুটো’। চলতি সপ্তাহে ‘স্লট লিডার’-এর পাশাপাশি নির্ধারক সারণী (রেটিং চার্ট)-র একেবারে উপরে জায়গা তার। ‘সৌগুন’ রসায়ন আর পুটুপিসি মিলে ছিনিয়ে নিয়েছে ১০.৬। পিছিয়ে নেই ‘শ্রীময়ী’ও। ৯.৫ পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। নিখিল-শ্যামার মিলন, শ্যামার হারানো স্মৃতি ফিরে পাওয়া এনে দিয়েছে ৯.৪ পয়েন্ট। যার জোরে জি বাংলার ‘কৃষ্ণকলি’ তৃতীয়। ৯.১ পেয়ে যুগ্ম চতুর্থ ‘রাসমণি’ আর ‘মোহর’। ৯ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ‘মিঠাই’। নতুন এসেই আসর মাতিয়ে দিয়েছে ধারাবাহিকটি।

তালিকায় শীর্ষে ‘খড়কুটো’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন