Entertainment News

কলকাতা অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে কোন কোন ছবি দেখবেন?

আগামী সাতদিন ধরে নন্দন, রবীন্দ্র সদন-সহ মোট ১৬ টি সিনেমা হলে ছবি দেখানো হবে। এবছরের উদ্বোধনী ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৫:০৯
Share:

চলচ্চিত্র উত্সবের জন্য সেজেছে নন্দন চত্বর। নিজস্ব চিত্র।

আগামী রবিবার শুরু হচ্ছে ২৪তম কলকাতা অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার সন্ধেয় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেউপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, মহেশ ভট্ট, মাজিদ মাজিদির মতো বিশিষ্ট অতিথিরা।১১-১৭ নভেম্বর পর্যন্ত চলবে উৎসব।

Advertisement

আগামী সাতদিন ধরে নন্দন, রবীন্দ্র সদন-সহ মোট ১৬ টি সিনেমা হলে ছবি দেখানো হবে। এবছরের উদ্বোধনী ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’। প্রতিদিন গড়ে প্রায় ৫০টি ছবি থাকবে তালিকায়। যার মধ্যে পাঁচটি ছবি দেখা সম্ভব। দেখে নিন প্রথম দিন কোন পাঁচটা ছবি দেখা যেতে পারে।

দ্য সেভেন্থ সিল- ১৯৫৭ সালে তৈরি এই ছবিটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক ছবি। বড় পর্দায় বার্গম্যান দেখার মজাই আলাদা। ছুটির দিন সকাল সকাল দেখতে পারেন।

Advertisement

আরও পড়ুন, ঋতাভরীর মুকুটে জোড়া পালক, সুখবরটা কী, জানেন?

জিজু- এবারের বিশেষ ফোকাস দেশ হল তিউনিসিয়া। এদেশের ছবি দেখার বিশেষ সুযোগ হয়না। ফলে নতুন অভিজ্ঞতার জন্য দেখতে পারেন এই ছবি।

পথের পাঁচালি- এই ছবি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার পুনরুদ্ধার করা ভাল প্রিন্ট দেখানো হচ্ছে। সুযোগটা ছাড়বেন না।

থ্রি ফেসেস- জাফর পানাহি এই মুহূর্তে পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ পরিচালক। ছবিটি কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরষ্কার পেয়েছে। দেখে নিন।

আরও পড়ুন, ‘এয়েচো?...’ শব্দচয়নে ট্রোলড দিতিপ্রিয়া!

ক্লাইম্যাক্স- এটি কান চলচ্চিত্র উস্তবে পুরস্কৃতএকটি মিউজিকাল হরর ছবি।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement