About Kim Kardashian

পর্দায় পাশ, পরীক্ষায় ফেল! বছরশেষে ফের শোকাচ্ছন্ন কিম কর্দাশিয়ান, মন ভাল রাখতে কী করছেন?

কিম কার্দাশিয়ানকে ঘিরে রেখেছে তাঁর পরিবার। তারা তাঁকে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, একাধিক কাজের দায়িত্ব থাকার কারণেই ব্যর্থ তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:৩২
Share:

বছরশেষে ফের কষ্টে কিম কার্দাশিয়ান। ছবি: সংগৃহীত।

পরীক্ষা দিয়ে খানিক ভয়েই ছিলেন। পাশ করবেন তো? কু-ডাক দিচ্ছিল মন। আইন পরীক্ষায় অকৃতকার্য কিম কর্দাশিয়ান। বছরশেষে নতুন করে সেই ব্যথা আবার সামনে। অভিনেত্রীর অতি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফের সেই অপ্রিয় প্রসঙ্গ উঠে এল।

Advertisement

একদিকে অভিনয়। অন্য দিকে পড়াশোনা। তার উপর বিষয় আইন। কিম যে চেষ্টা করেননি তা নয়। তার পরেও পরীক্ষায় পাশ করতে পারেননি। তাঁর অকৃতকার্যতার ফলাফল ৭ নভেম্বর প্রকাশ্যে আসে। তখনই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বছরশেষের এক সাক্ষাৎকারে গোটা বছর ফিরে দেখতে গিয়ে নতুন করে মনে পড়েছে অপ্রিয় প্রসঙ্গ। আবার ভেঙে পড়েছেন তিনি।

কিমের অকপট স্বীকারোক্তি, “পরীক্ষা দিয়ে আঁচ করেছিলাম, খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কারণ, প্রশ্নের উত্তরগুলো খুব ভাল লিখতে পারিনি। তবুও আশা করেছিলাম, যদি ভাল কিছু ঘটে। বিকেল পাঁচটায় পরীক্ষার ফল সামনে এল। দেখলাম, যা ভয় পেয়েছিলাম, সেটাই ঘটেছে। ভাল কিছু আমার সঙ্গে ঘটল না।” বলতে বলতে ফের অভিনেত্রীর চোখে জল! সঙ্গে সঙ্গে তাঁর পাশে বসা ক্রিস জেনার মনে করিয়ে দেন যে, কিম প্রচণ্ড খেটেছিলেন। কিন্তু একই সময়ে তিনি একটি টিভি শো-এর কাজও করছিলেন। সংলাপ আর আইনি বই একসঙ্গে মুখস্থ রাখা সম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement