Entertainment News

টাকা দেননি, বলি নায়িকার বিরুদ্ধে অভিযোগ পরিচারিকার

দীর্ঘদিন বড়পর্দার বাইরে রয়েছেন কিম। কখনও দাম্পত্য বিচ্ছেদ, কখনও বা পুলিশি অভিযোগের ফলে ইদানিং শিরোনামে আসেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১৫:১০
Share:

কিম শর্মা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

গৃহপরিচারিকাকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে বলি অভিনেত্রী কিম শর্মার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল। কিমের বিরুদ্ধে খার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁর গৃহপরিচারিকা নম্রতা সোলাঙ্কি।

Advertisement

নম্রতা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, তিনি কিমের কাছে পারিশ্রমিক চাইতে যান। কিম তা দেননি। পাশাপাশি ভুয়ো অভিযোগ দেখিয়ে ভয় দেখাতে থাকেন। গোটা ঘটনায় ভয় পেয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নম্রতা। তার ভিত্তিতে পুলিশ কিমকে থানায় ডেকে বয়ান রেকর্ড করেছে বলে খবর।

গত ছ’মাস কিমের বাড়িতে কাজ করতেন নম্রতা। পুলিশ তাঁর অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বলে খবর। তবে কিমের বিরুদ্ধে এ হেন অভিযোগ প্রথম নয়। এর আগের পরিচারিকাকেও নাকি কিম অত্যন্ত অপমান করে তাড়িয়ে দেন। কারণ অন্য রঙের সঙ্গে সাদা রঙের জামা কাচতে দিয়েছিলেন ওই পরিচারিকা।

Advertisement

আরও পড়ুন, ছেলে আদির অন্নপ্রাশনের ছবি শেয়ার করলেন সুদীপা-অগ্নি

দীর্ঘদিন বড়পর্দার বাইরে রয়েছেন কিম। কখনও দাম্পত্য বিচ্ছেদ, কখনও বা পুলিশি অভিযোগের ফলে ইদানিং শিরোনামে আসেন তিনি।

আরও পড়ুন, কোন কাজ প্রথমবার করলেন প্রভাস?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement