কিশোরের বায়োপিক করা কঠিন, বললেন অমিত

কিশোর কুমারের বায়োপিক ঘিরে ইতিমধ্যেই বলিউডে তৈরি হয়েছে নয়া জল্পনা। হবে না-ই বা কেন! পরিচালকের নাম যখন অনুরাগ বসু এবং প্রধান চরিত্রে সম্ভাব্য অভিনেতা রণবীর কপূর, তখন এ সব গুঞ্জন স্বাভাবিক। কিন্তু এমন অবস্থায় বেসুরো গাইলেন কিশোর-পুত্র অমিত কুমার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

কিশোর কুমারের বায়োপিক ঘিরে ইতিমধ্যেই বলিউডে তৈরি হয়েছে নয়া জল্পনা। হবে না-ই বা কেন! পরিচালকের নাম যখন অনুরাগ বসু এবং প্রধান চরিত্রে সম্ভাব্য অভিনেতা রণবীর কপূর, তখন এ সব গুঞ্জন স্বাভাবিক। কিন্তু এমন অবস্থায় বেসুরো গাইলেন কিশোর-পুত্র অমিত কুমার। অমিত মনে করেন, কিশোর কুমারের বায়োপিক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। তাই সে চেষ্টাই করা উচিত নয়। কেন কঠিন, তার একটি ব্যাখ্যাও দিয়েছেন অমিত। বলেছেন, তাঁর বাবার মতো কেউ অভিনয় করতে পারবেন না। এমনকী কেউ তাঁর মতো হতে পারবেন না। অনুরাগের এই প্রজেক্ট সম্পর্কে অমিত এখনও পুরোপুরি ওয়াকিবহাল নন। আপাতত ‘জগ্গা জাসুস’ নিয়ে ব্যস্ত অনুরাগ-রণবীর জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement