কোয়েলের কুড়ি ঘণ্টা শ্যুটিং

টানা কুড়ি ঘণ্টা ধরে শ্যুট! তার পর ফিরে এসে কি টানা ঘুম? প্রশ্নটা করতেই হেসে উঠলেন কোয়েল মল্লিক। বললেন, ‘‘না-না, মেকআপ-টেকআপ তুলে ঘুমোতে গেলেও সাড়ে সাতটাতেই উঠে পড়েছি।’’

Advertisement
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ০৮:২০
Share:

হ্যাঁ, ঠিকই পড়ছেন। মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘ঘরে অ্যান্ড বাইরে’-র জন্য টানা কুড়ি ঘণ্টা শ্যুটিং করেছেন কোয়েল মল্লিক। সে দিন সকাল আটটা থেকে শ্যুট শুরু হয়েছিল। কম্বিনেশন আর্টিস্টদের সঙ্গে কোয়েলের দৃশ্য ছিল। তাই উভয় পক্ষের ডেট ম্যাচ করতে হত। তার উপর কয়েক সপ্তাহ আগে বৃষ্টির কারণে বেশ কয়েক দিনের শ্যুট ভেস্তে গিয়েছিল, কারণ দৃশ্যগুলো ছিল আউটডোরের। বৃষ্টিবিঘ্নিত ওই অংশগুলো তুলে নেওয়ারও ব্যাপার ছিল। সে দিন শ্যুটিংয়ের প্রথম লোকেশন ছিল রবীন্দ্র সরোবর লেক। তার পর ঘুরে ঘুরে অনেক জায়গায় শ্যুট হয়। শেষ লোকেশন ছিল টেকনিশিয়ান্স স্টুডিয়ো। যিশু সেনগুপ্ত ও কোয়েলের একটা গান ক্যামেরাবন্দি করে শ্যুট শেষ হয় ভোর চারটে-সাড়ে চারটে নাগাদ। কোয়েলের সকালবেলায় দৃশ্যগুলো ছিল অপরাজিতা আঢ্যর সঙ্গে। দুপুর থেকে যিশু সেনগুপ্তর সঙ্গে শ্যুটিং। সে যাই হোক, টানা কুড়ি ঘণ্টা ধরে শ্যুট! তার পর ফিরে এসে কি টানা ঘুম? প্রশ্নটা করতেই হেসে উঠলেন কোয়েল মল্লিক। বললেন, ‘‘না-না, মেকআপ-টেকআপ তুলে ঘুমোতে গেলেও সাড়ে সাতটাতেই উঠে পড়েছি। অনেকেই দুপুর-বিকেল অবধি ঘুমোতে পারেন। আমি সেটা একেবারেই পারি না।’’ সত্যি, একেই বলে পেশাদারিত্ব! জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির গোড়ার দিকে মুক্তি পাবে ছবিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন