কঙ্কনা-রণবীরের বিবাহবিচ্ছেদ

বিয়ের পাঁচ বছর পর অভিনেতা রণবীর শোরের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন কঙ্কনা সেনশর্মা। সোমবার টুইটারে কঙ্কনা জানিয়েছেন, ‘‘আমি আর রণবীর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর পরও আমরা বন্ধু থাকব। আর আমাদের ছেলের দায়িত্বও দু’জনে সামলাব।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৬
Share:

তখন সুখের সময়। ছবি: এএফপি।

বিয়ের পাঁচ বছর পর অভিনেতা রণবীর শোরের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন কঙ্কনা সেনশর্মা। সোমবার টুইটারে কঙ্কনা জানিয়েছেন, ‘‘আমি আর রণবীর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর পরও আমরা বন্ধু থাকব। আর আমাদের ছেলের দায়িত্বও দু’জনে সামলাব।’’

Advertisement

২০০৭-এ প্রথম দেখা হয় রণবীর-কঙ্কনার। একে অপরকে ভাললাগার সেই শুরু। ২০১০-এ সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এর পর মুম্বইতেই একসঙ্গে থাকতে শুরু করেন। তাঁদের ছেলে হারুনের বয়স এখন চার। মা-বাবা আলাদা হয়ে গেলে হারুন কার কাছে থাকবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

হারুন জন্মাবার পরেই একবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। কিন্তু সে সময় মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই। তবে কঙ্কনা এবং রণবীরের সম্পর্ক যে আর আগের মতো নেই তা ভাল ভাবেই বুঝতে পারছিলেন তাঁদের বন্ধুরা। ইদানীং পেশার প্রয়োজনে প্রায়ই কলকাতাতেও থাকছিলেন কঙ্কনা। তবে বিবাহবিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে বলেই জানিয়েছেন তাঁরা। ‘ট্রাফিক সিগনাল’, ‘মিক্সড ডাবলস’, ‘গৌর হরি দস্তান’-এর মতো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কঙ্কনা-রণবীর।

Advertisement

কঙ্কনার সেই টুইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement