ইউটিউবেই মুক্তি পেল ‘কৃতি’, দর্শক পেরোল ৯ লাখ

টানটান উত্তেজনা আর থ্রিলার মাখানো গল্প। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন রাধিকা আপ্তে। ‘অহল্যা’র পর তিনি আবারও ইউটিউবে। এ বার শিরীষ কুন্দরের শর্ট ফিল্ম ‘কৃতি’তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ২১:১২
Share:

টানটান উত্তেজনা আর থ্রিলার মাখানো গল্প। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন রাধিকা আপ্তে। ‘অহল্যা’র পর তিনি আবারও ইউটিউবে। এ বার শিরীষ কুন্দরের শর্ট ফিল্ম ‘কৃতি’তে।

Advertisement

ছবিটিতে রাধিকা ছাড়াও অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, নেহা শর্মা। গত ২২ জুন ইউটিউবেই মুক্তি পেয়েছে ‘কৃতি’। সাইকোলজিক্যাল থ্রিলার ‘কৃতি’তে আপাতত মন্ত্রমুগ্ধ সোশ্যাল মিডিয়া। ইউটিউবে হিট পেরিয়েছে ৯ লাখেরও বেশি। এক দিনের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে শিরীষের এই সিনেমা।

আরও পড়ুন: আদিরার একটি বিশেষ জিনিস শেয়ার করলেন রানি, সেটা কী?

Advertisement

যদিও উড়ো কথায় উঠে আসছে স্বল্প দৈর্ঘের এই ছবিটি হলিউডের নাম করা এক ছবির নকল। আম জনতার পাশাপাশি এ ছবি দেখে মুগ্ধ হয়েছেন আম আদমি পার্টি-র প্রধান অরবিন্দ কেজরীবাল।

এর পরেই তিনি এই সিনেমা নিয়ে তাঁর ভাল লাগার কথা টুইট করেছেন। ‘কৃতি’র আগে শিরীষের শেষ ছবি ‘জোকার’ বাজারে মুখ থুবড়ে পড়েছিল। এ বার কি বাজার ঘোরাতে পারবেন শিরীষ? জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement