চিজ পরোটা বানাতে জানে কুলফিকুমার

ধারাবাহিকের অডিশনের সময় আকৃতি ‘শোলে’র বাসন্তীর সংলাপ নাকি খুব সুন্দর বলেছিল।

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০৭:০০
Share:

আকৃতি

খুব শিগগিরই ‘কুলফিকুমার বাজেওয়ালা’য় দেখা যাবে সাত বছরের আকৃতি শর্মাকে। ধারাবাহিকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’র রিমেক।

Advertisement

ছোট্ট আকৃতি থাকত দিল্লিতে। কিন্তু ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর, মায়ের সঙ্গে সে মুম্বইয়ে শিফট করেছে। আকৃতির কেমন লাগছে অভিনয় করতে? ‘‘তিন বছর বয়স থেকে অভিনয় করছি। স্কুলে নাচ ও অভিনয়ের প্রতিযোগিতায় সব সময় নাম দিতাম। তার পর মা আমাকে থিয়েটার ওয়র্কশপে পাঠায়।’’ ধারাবাহিকের অডিশনের সময় আকৃতি ‘শোলে’র বাসন্তীর সংলাপ নাকি খুব সুন্দর বলেছিল। এ ব্যাপারে ছোট্ট কুলফিকুমারের উত্তর, ‘‘১০-১২ বার পড়া হয়ে গেলে, আমার মুখস্থ হয়ে যায়। সেটে যখন আমি ভাল করে কোনও দৃশ্যে অভিনয় করি, তখন ডিরেক্টর স্যার আমাকে চকলেট দেন। সেটে আমার বয়সি আরও তিনজন আছে। ক্যামেরা অফ হলেই আমরা খুব খেলি!’’

মুম্বইয়ে এসে দিল্লির কোনও কিছু মিস করছ? একটু ভেবে আকৃতির উত্তর, ‘‘রাজমা-চাউল ভীষণ মিস করছি।’’ হেসে যোগ করল, ‘‘এখন আমি মায়ের সঙ্গে মাঝে মাঝে চিজ পরোটাও বানাই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন