১০ লক্ষের মাইলস্টোন ছুঁল ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’

মাত্র চার দিনে ৫০ লক্ষ হিটের পর এ বার ১০ লক্ষের মাইলস্টোন ছুঁয়ে ফেলল ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’। বলিউডের অনেক রেকর্ডকে ভেঙে দিয়েছে সদ্য প্রকাশিত ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’-এর ট্রেলর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৯
Share:

‘কমেডি-পর্ন’-র আর এক বিতর্কিত দৃশ্য...

মাত্র চার দিনে ৫০ লক্ষ হিটের পর এ বার ১০ লক্ষের মাইলস্টোন ছুঁয়ে ফেলল ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’।

Advertisement

বলিউডের অনেক রেকর্ডকে ভেঙে দিয়েছে সদ্য প্রকাশিত ‘ক্যায়া কুল হ্যায় হম ৩’-এর ট্রেলর। ইউটিউবে প্রকাশের পরই দর্শকরা পছন্দের তালিকায় এই ট্রেলর উঠে এসেছে এক নম্বরে। তুষার কাপুর, আফতাব শিবদাসানি এবং মনদানা কারিমি অভিনীত এই ছবি যে ভালই ব্যবসা করবে তার ইঙ্গিতও মিলেছে। টুইটারে দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন আফতাব। তিনি লিখেছেন, ‘‘১০ লক্ষ মানুষ দেখেছেন। এই ভালবাসার জন্য ধন্যবাদ।’’ তুষার কপূর লিখেছেন, ‘‘ব্যাক টু ব্যাক দু’টো সেক্স কমেডি আসছে। ক্যায়া কুল হ্যায় হম ৩ এবং মস্তিজাদে। দু’টোই রকিং।’’

দেখুন, কেন এত হিট এই ছবির ট্রেলর?

Advertisement

চিত্রনাট্য যে সেক্স কমেডি নিয়ে সাজিয়েছেন তা আগেই জানিয়েছিল টিম ‘কেয়া কুল হ্যায় হাম ৩’। কিন্তু মোশন পোস্টার প্রকাশের পর দেখা গিয়েছে অশ্লীলতার কোনও তোয়াক্কাই করেননি পরিচালক উমেশ ঘাগড়ে। আর তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা সমালোচনা। একতা কপূর প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০১৬-এর ২২ জানুয়ারি।

আরও পড়ুন, পোস্টারে এই ‘অশ্লীলতা’ আগে দেখেছে বলিউড?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement