Kaushik Sen

‘ল্যাবরেটরি’ দিয়ে ‘হইচই’-এর রবি পুজো

গল্পটা হয়তো আপনাদের অনেকেরই পড়া। কিন্তু তার দৃশ্যায়ণ কী ভাবে হয়েছে তার জন্য আপনাকে দেখতে হবে ‘হইচই’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০১৮ ১৩:৫২
Share:

‘ল্যাবরেটরি’র চার চরিত্র।

এ যেন গঙ্গাজলেই গঙ্গাপুজো। গত বুধবার ছিল ২৫শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর সে দিন থেকেই ‘হইচই’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হল ‘ল্যাবরেটরি’। রবির লেখা দিয়েই রবি স্মরণ।

Advertisement

গল্প শুরু হয় ভারতীয় রেলের এক ইঞ্জিনিয়ার নন্দকিশোর মালিককে নিয়ে। এই চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। তাঁর ল্যাবরেটরিতে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চলে। এক পঞ্জাবি মহিলা সোহিনী (নন্দিনী ঘোষাল)র সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের মেয়ে নীলা। এই ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক।

নন্দকিশোরের মৃত্যুর পর ল্যাবরেটরির দায়িত্ব এক সঠিক মানুষের হাতে তুলে দিতে চান সোহিনী। খোঁজ মেলে তরুণ রেবতীর। এই চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু ল্যাবরেটরির দায়িত্ব নেওয়ার থেকেও নীলার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন রেবতী।

Advertisement

তার পর? গল্পটা হয়তো আপনাদের অনেকেরই পড়া। কিন্তু তার দৃশ্যায়ণ কী ভাবে হয়েছে তার জন্য আপনাকে দেখতে হবে ‘হইচই’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন