lata mangeshkar

Lata Mangeshkar: আরও ক’দিন আইসিইউ-তেই লতা, ওঁর আরোগ্য কামনা করুন, বললেন চিকিৎসক

ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছেন বর্ষীয়ান গায়িকার। দিন দুয়েক আগে এমনটাই জানিয়েছিলেন তাঁর চিকিৎসক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৫:৪৭
Share:

আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন লতা।

মঙ্গলবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় করোনা আক্রান্ত লতা মঙ্গেশকরকে। মৃদু উপসর্গ নিয়ে আইসিইউ-তে রয়েছেন ৯২ বছরের গায়িকা। চিকিৎসক প্রতীত সমদনির তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

সংবাদ সংস্থা পিটিআইকে লতার চিকিৎসক বলেছেন, “এই মুহূর্তে উনি আইসিইউ-তে রয়েছেন। ওঁর উপরে সব সময়ে নজর রাখা হচ্ছে। ওঁর দ্রুত আরোগ্য কামনা করুন আপনারা। এখন বেশ কিছু দিন উনি আইসিইউ-তেই থাকবেন।”

Advertisement

ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছেন বর্ষীয়ান গায়িকার। দিন দুয়েক আগে এমনটাই জানিয়েছিলেন তাঁর চিকিৎসক। কোভিডের সঙ্গেই তাঁর নিউমোনিয়ার চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত আলাদা করে অক্সিজেন দিতে হয়নি লতাকে। পরিবারের তরফে জানানো হয়, বাড়তি সাবধানতা অবলম্বনের জন্যই গায়িকাকে আইসিইউ-তে রাখার সিদ্ধান্ত এবং চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তুলতে কোনও ত্রুটি রাখছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন