শীঘ্রই ধারাবাহিকে দেখা যাবে অভিষেক-কন্যা সাইনাকে? ছবি: সংগৃহীত।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে রূপা চরিত্রের মাধ্যমে তার হাতেখড়ি। তার পর মাঝে বেশ কিছু দিন কেটে গিয়েছে। ছোট পর্দায় দেখা যাচ্ছে না তাকে। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে প্রথম ধারাবাহিকেই বিপুল ভালবাসা দিয়েছে দর্শক। ছোট থেকেই তার অভিনেত্রী হওয়ার ইচ্ছা। সেইমতো নিজেকে তৈরিও করছে সে। সেই সঙ্গে চলছে পড়াশোনাও। তবে অনেকেরই প্রশ্ন, আবার কবে তাকে দেখা যাবে ছোট পর্দায়? রূপার চরিত্র তাকে এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা। তা হলে এখন কি আর ধারাবাহিকে দেখা যাবে না সাইনাকে? শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে শীঘ্রই ছোট পর্দায় ফিরবে সে। টেলিপাড়ার অন্দরের খবর, বেশ কিছু নতুন ধারাবাহিকের জন্য তার সঙ্গে যোগাযোগও করেছেন নির্মাতারা। তবে এখনও নাকি কোনও কিছুই চূড়ান্ত হয়নি। স্টুডিয়োপাড়ার অনেকেই বলছেন, খুব শীঘ্রই নায়িকা হিসাবে নাকি দেখা যাবে তাকে। লুক সেটও নাকি করতে গিয়েছিল সে।
প্রসঙ্গত, এত দিন এক দিকে স্কুল এবং অন্য দিকে ১৪ ঘণ্টা ধারাবাহিকের শুটিং, সবটাই সমানতালে সামলাচ্ছিল সে। এই মুহূর্তে দশম শ্রেণির ছাত্রী। তাই কাজ আর পড়াশোনা দুটো একসঙ্গে সামাল দিতে পারছিল না সাইনা। তাই প্রথাগত স্কুল ছেড়ে এই মুহূর্তে ‘হোমস্কুলিং’-এর সিদ্ধান্ত নিয়েছেন তার মা।