Taimur Ali Khan

তৈমুরের ‘সুইস হলিডে’র নতুন ছবি দেখেছেন?

ন্যানির সঙ্গে প্যারামুলেটরে করে একটু বেড়াতে বেরিয়েছিল ছোট্ট তৈমুর। ব্যস! ছবি শিকারিদের ক্যামেরা সেই ছবিও তুলে ফেলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১৯:১৪
Share:

তৈমুরের ‘সুইস হলিডে’। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

কখনও বাবার কোলে আহ্লাদ, তো কখনও মায়ের সঙ্গে খুনসুটি। সুইজারল্যান্ড সফরে গিয়ে মেজাজে রয়েছেন বলিউডের ছোটে নবাব তৈমুর আলি খান। আর হ্যাঁ, তৈমুরের ‘সুইস হলিডে’র একটা ছবিও পাপারাৎজিরা কোনও ভাবেই হাতছাড়া করতে রাজি নন। ন্যানির সঙ্গে প্যারামুলেটরে করে একটু বেড়াতে বেরিয়েছিল ছোট্ট তৈমুর। ব্যস! ছবি শিকারিদের ক্যামেরা সেই ছবিও তুলে ফেলেছে।

Advertisement

😻🙌🏻💕

😻🙌🏻💕

Advertisement

আরও পড়ুন, ফার্স্ট লুক: ডবল মজা নিয়ে আসছে ‘ফুকরে রিটার্নস’

আসলে একেই বোধ হয় বলে ‘পারফেক্ট ফ্যামিলি হলিডে’। জীবনে প্রথম বিদেশে ছুটি কাটাতে গিয়েছে ছোটে নবাব। তারকা বাবা-মায়ের সঙ্গে সুইত্জারল্যান্ড সফরে বেশ ভালই মজা করছে তৈমুর। কখনও কখনও আবার ছবি তোলার জন্য লেন্সের দিকে তাকিয়ে মুচকি হাসিতে পোজও দিচ্ছে সে। সাড়ে সাত মাসের ছোটে নবাবের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই কিন্তু ভাইরাল।

আরও পড়ুন ঘরের মেঝেতেই শুয়ে পড়লেন সলমন খান! কেন?

😍

! 😍💕

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement