Neel Bhattacharya

ফের করোনার হানা

মঙ্গলবার টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসায় নীল আপাতত গৃহবন্দি। রবিবার সন্দেহ হওয়ার পরেও তিনি সোমবার শুটিংয়ে যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০০:১৬
Share:

নীল

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ‘কৃষ্ণকলি’র নিখিল অর্থাৎ অভিনেতা নীল (অভিজিৎ) ভট্টাচার্য। তিনি বললেন, ‘‘গত রবিবার গন্ধ ও খাবারে স্বাদ না পাওয়ায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি।’’

Advertisement

মঙ্গলবার টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসায় নীল আপাতত গৃহবন্দি। রবিবার সন্দেহ হওয়ার পরেও তিনি সোমবার শুটিংয়ে যান। সেখানে ‘শ্যামা’ তিয়াশা রায়ের সঙ্গে তাঁর বেশ কিছু দৃশ্যও ছিল। অভিনেত্রীর কথায় ‘‘দূরত্ববিধি মেনেই শুটিং করেছি নীলের সঙ্গে।’’

এই ধারাবাহিকের অপর অভিনেতা ভিভান ঘোষ কিছু দিন আগেই কোভিড-১৯ এ আক্রান্ত হন। এ জন্য কয়েক দিন আইসোলেশনে ছিলেন নীল। ‘‘শুটিংয়ে ফিরে এক সপ্তাহ কেটে যাওয়ার পরেই আমার মধ্যে কোভিডের লক্ষণ দেখা দেয়,’’ বললেন নীল।

Advertisement

সরকারি গাইডলাইনে ধারাবাহিকের শুটিং শুরুর এসওপি’তে বলা হয়েছিল, সেটে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে, শুটিং দু’দিন বন্ধ রাখা হবে। প্রশ্ন উঠেছে, তা হলে মঙ্গলবার ‘কৃষ্ণকলি’-র শুটিং চলল কী ভাবে?

ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস বললেন, ‘‘মঙ্গলবার শুটিং চলাকালীনই নীলের খবর পাই। এপিসোড ব্যাঙ্কিং নেই। মাঝপথে শুটিং বন্ধ করলে প্রোডাকশনের অনেক ক্ষতি হবে। আজ বুধবার শুট বন্ধ। বৃহস্পতিবারও শুট বন্ধ রাখার চেষ্টা করছি।’’

এখানেই সচেতনতা ও গাফিলতির অভাব রয়েছে বলে মনে করছেন ‘সৌদামিনীর সংসার’-এর ‘আন্নাকালী’ অর্থাৎ প্রীতি বিশ্বাস। সম্প্রতি তিনি ও তাঁর পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর স্বামী রাহুল মজুমদার যাঁকে ‘দেবী চৌধুরাণী’র ব্রজেশ্বর চরিত্রে দেখা গিয়েছিল তিনি একটি নতুন সিরিয়ালের লুক সেটের জন্য গিয়েছিলেন। সেই ইউনিটের কিছু সদস্যের করোনা হওয়ার কথা পরে জানা যায়। তাই প্রীতি মনে করছেন, সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ঠিক সময়ে ভাইরাসের পরীক্ষা না হওয়াও আর একটি কারণ বলে মনে করছেন সুশান্ত, ‘‘গলা ব্যথা, কাশি নিয়েও শুটিং করছেন অনেকেই। থার্মাল স্ক্রিনিংয়ে এগুলো ধরা যায় না।’’

আরও পড়ুন: প্রয়াত আলকাজ়ি

হাল ধরতে এগিয়ে এসেছে ফেডারেশন। জেনারেল সেক্রেটারি অপর্ণা ঘটক বললেন, ‘‘প্রযোজনা সংস্থায় প্রত্যেক শিল্পী ও কলাকুশলীর তালিকা চেয়েছি। একটি ডায়গনিস্টিক সেন্টারের সঙ্গে কথা চলছে। সেখানে নিয়মিত কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’’

‘নিখিল’ ছাড়া ‘কৃষ্ণকলি’র গল্প এগোবে কী ভাবে? সুশান্ত বললেন, ‘‘নীলের সব পোশাক কেচে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বার ও বাড়ি থেকেই শুট করবে।’’

পরের রিপোর্ট নেগেটিভ এলে শুটিংয়ে ফিরবেন নীল। আর নতুন ধারাবাহিকের শুরু করবেন রাহুলও। এঁদের দু’জনের বিশেষ শারীরিক সমস্যা না থাকলেও প্রীতি এখনও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।

আরও পড়ুন: নতুন গাঁটছড়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন