নিজেকে ব্যস্ত রাখতে সিরিয়ালে

‘‘নয়নতারার মতো চরিত্র আগেও অনেক করেছি। নতুন কিছু নয়। কিন্তু তাও ধারাবাহিকে কাজ করছি নিজেকে স্রেফ ব্যস্ত রাখার জন্য,’’ বললেন লিলি।

Advertisement
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০০:০০
Share:

লিলি চক্রবর্তী

ধারাবাহিক ও সিনেমায় সমান তালে এখনও কাজ করে চলেছেন লিলি চক্রবর্তী। যদিও ধারাবাহিকের চেয়ে সিনেমায় কাজ করতেই বেশি পছন্দ করেন তিনি। তা হলে আবার ধারাবাহিকে কেন? সম্প্রতি ‘রেশম ঝাঁপি’তে নয়নতারা মজুমদারের চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে। ক’দিন আগেই এই সিরিয়ালে গৌরী চরিত্রটির প্রবেশ ঘটেছে। গৌরীর চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। গৌরীর গল্প জুড়ে যাবে নয়নতারার পরিবারের সঙ্গে।

Advertisement

‘‘নয়নতারার মতো চরিত্র আগেও অনেক করেছি। নতুন কিছু নয়। কিন্তু তাও ধারাবাহিকে কাজ করছি নিজেকে স্রেফ ব্যস্ত রাখার জন্য,’’ বললেন লিলি।

‘অব্যক্ত’, ‘শেষ চিঠি’, ‘মেয়েমানুষ’— তিনটি ছবির পরে সামনের মাসে নতুন ছবিতে কাজ করার জন্য তৈরি হচ্ছেন অভিনেত্রী। নয়নতারার নাতি বিল্লোর চরিত্রে অভিনয় করছেন সুখদীপ সাহা। গৌরী ও বিল্লোর মধ্যে নতুন সম্পর্কই মোড় ঘুরিয়ে দেবে এই ধারাবাহিকের গল্পের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement