জয়-মাহীর বিচ্ছেদ! ছবি: সংগৃহীত।
বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল গত বছর থেকেই। নতুন বছরের শুরুতেই সব স্পষ্ট করে দিয়েছেন জয় ভানুশালী এবং মাহী বিজ। যৌথ ভাবে বিচ্ছেদের কথা জানিয়েছেন তাঁরা। তবে তিন সন্তানের দেখভালে বিচ্ছেদের প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তাঁরা। এ বার প্রশ্ন উঠছে খোরপোশ নিয়ে।
জয় ও মাহী বিচ্ছেদের কথা সমাজমাধ্যমে প্রকাশ করতেই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কত টাকা খোরপোশ নিচ্ছেন? তার কারণ, আগেও এক বার খোরপোশের খবর ছড়ায়, যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মাহী। খবর ছড়ায়, মাহী নাকি জয়ের থেকে ৫ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন। এর পরেই ক্ষোভ উগরে দিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী। বলেছিলেন, “তিন চার দিন ধরে দেখছি, একটা খবর খুব ছড়াচ্ছে। সবাই উঠে পড়ে লেগেছে! প্রমাণ থাকলে বরং সেটাই দেখান।”
২০২৫ সালের নভেম্বর মাসে খবর ছড়ায়, তাঁদের আইনি মতে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই খবরেও রেগে গিয়েছিলেন মাহী। বলেছিলেন, “কোথাও একটা পড়েছিলাম, আমাদের নাকি কাগজে সইসাবুদ সব হয়ে গিয়েছে। আমাকে সেই কাগজটা কেউ দেখাবেন। আর আমরা যখন কিছু বলছি না, আপনারা কেন আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছেন? আমার বাড়িতে অসুস্থ মা রয়েছেন। তিন সন্তান আছে। যাদের মধ্যে দু’জন সব বোঝে। এই জন্য বাচ্চাদের স্কুলে অবাঞ্ছিত প্রশ্নের মুখে পড়তে হয়।”
এখানেই শেষ নয়, খোরপোশ প্রসঙ্গে মাহীর মত ছিল, “খোরপোশের বিষয় আমি বুঝি না। স্বামী টাকা রোজগার করছেন, তার মানেই সেই টাকার উপর আমার অধিকার থাকবে তেমন নয়। আর পথ আলাদা হয়ে গেলে তো কথাই নেই। যে রোজগার করে টাকা শুধুই তার।” তাই ফের নতুন করে প্রশ্ন উঠছে, তা হলে কি সত্যিই মাহী কোনও খোরপোশ নেবেন না?
রবিবার মাহী ও জয় লেখেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও খলচরিত্র নেই বা নেতিবাচকতা নেই। সব সময় পরস্পরের পাশে রয়েছি। আর তিন সন্তানের জন্য মা-বাবা হিসাবে সব সময় একসঙ্গে থাকব আমরা।” কিন্তু তিন সন্তান কার কাছে থাকবে, তা স্পষ্ট করেননি তাঁরা।