মধুরের ‘ক্যালেন্ডার গার্লস’-এ স্বল্পবসনা মডেল

প্রায় তিন বছর পর ফের পরিচালনার কাজে হাত দিলেন মধুর ভান্ডারকর। তাঁর আসন্ন ছবি ‘ক্যালেন্ডার গার্লস’। মধুর নিজেই তাঁর টুইটারে এ ছবির প্রথম টিজার পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে রয়েছেন পাঁচজন স্বল্পবসনা মডেল। বড় টুপিতে তাঁদের মুখ ঢাকা রয়েছে। ক্যাপশনে রয়েছে ‘পাঁচটি নতুন মুখ। পাঁচটি নতুন পথ-চলা।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০০:০০
Share:

প্রায় তিন বছর পর ফের পরিচালনার কাজে হাত দিলেন মধুর ভান্ডারকর। তাঁর আসন্ন ছবি ‘ক্যালেন্ডার গার্লস’। মধুর নিজেই তাঁর টুইটারে এ ছবির প্রথম টিজার পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে রয়েছেন পাঁচজন স্বল্পবসনা মডেল। বড় টুপিতে তাঁদের মুখ ঢাকা রয়েছে। ক্যাপশনে রয়েছে ‘পাঁচটি নতুন মুখ। পাঁচটি নতুন পথ-চলা।’ আর একটি ছবিতেও আলো-আঁধারির খেলা। তাই মুখ দেখে চেনার উপায় নেই সুন্দরীদের।

Advertisement

পরিচালক ইচ্ছাকৃত ভাবেই ছবির শুটিং চলাকালীন কাউকে ফ্লোরে ঢোকার অনুমতি দেননি। তাই ছবিতে কারা অভিনয় করছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। ছবির প্রযোজক সঙ্গীতা আহির জানিয়েছেন, ছবিতে পাঁচজন মডেল মূল চরিত্রে রয়েছেন এবং তাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাগত। ‘ক্যালেন্ডার গার্লস’-দের ভাগ্য নির্ধারণ আগামী অগস্টে।

মধুরের ছবিতে নারী চরিত্ররাই প্রাধান্য পেয়েছে সব সময়। যার প্রমাণ পাওয়া গিয়েছে ‘সত্তা’, ‘কর্পোরেট’, ‘ফ্যাশন’ ও ‘হিরোইন’ ছবিতে। বলিউডে যখন বেশির ভাগ ছবিই তৈরি হয় হিরোকে ঘিরে, সেখানে মধুর ভান্ডারকর অবশ্যই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এ বার ‘ক্যালেন্ডার গার্লস’-দের পালা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement