প্রকাশ্যে মহিলা অনুরাগীর জামা খুলে দিলেন ম্যাডোনা!

ফ্যাশন হোক বা গান— পেজ থ্রির শিরোনামে তাঁর জায়গাটা প্রায় পাকা। তিনি ম্যাডোনা। কিন্তু এ বার তাঁর সঙ্গী হল বিতর্ক। কেন জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ১৩:৪৭
Share:

ফ্যাশন হোক বা গান— পেজ থ্রির শিরোনামে তাঁর জায়গাটা প্রায় পাকা। তিনি ম্যাডোনা। কিন্তু এ বার তাঁর সঙ্গী হল বিতর্ক।

Advertisement

কেন জানেন?

সম্প্রতি অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে কনসার্ট চলাকালীন তাঁরই এক মহিলা অনুরাগীর জামা টেনে খুলে দিয়েছেন ম্যাডোনা! আর এতে অত লোকের মাঝখানে খালি গায়ে দাঁড়িয়ে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন ওই তরুণী। যদিও প্রায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নিয়ে ম্যাডোনার পাশেই দাঁড়িয়েছেন তিনি।

Advertisement

পরে সাংবাদিকদের ওই তরুণী বলেছেন, “ম্যাডোনা এটা মজা করেই করেছেন। এর পেছনে কোনও খারাপ অভিসন্ধি ছিল না।’’ এতে নাকি তিনি একটুও অপমানিত হননি বলে দাবি তাঁর।

আরও পড়ুন

ছবির এই নগ্ন তরুণী কি ম্যাডোনা?

ম্যাডোনা তখন, ম্যাডোনা এখন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement