নায়ক কে, তা নিয়ে ভাবেন না মাহি

বেশ কিছুদিন হল বড়পর্দায় অভিনয় শুরু করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহি। তাঁর কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে জানেন? সেই বিশেষ মানুষটিকে নিয়ে এতদিনে মুখ খুললেন তিনি। না! কোনও একজনের কথা তিনি বলেননি। বরং, সব পরিচালকরাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ১৩:৫১
Share:

বেশ কিছুদিন হল বড়পর্দায় অভিনয় শুরু করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহি। তাঁর কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে জানেন? সেই বিশেষ মানুষটিকে নিয়ে এতদিনে মুখ খুললেন তিনি। না! কোনও একজনের কথা তিনি বলেননি। বরং, সব পরিচালকরাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। অভিনয় জীবনের শুরুতে তাঁর বিপরীতে কোন নায়ক রয়েছেন, তা নিয়ে চিন্তা করতেন। কিন্তু এখন সকলের সঙ্গে কাজ করতেই তিনি স্বচ্ছন্দ। ছবিতে সই করার আগে কোন পরিচালকের ছবি সেটাই তাঁর কাছে একমাত্র বিবেচ্য। তিনি জানিয়েছেন, পরিচালক যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই নির্বাচন করবেন। এ নিয়ে আলাদা করে ভাবনার কিছু নেই। বরং দিনের শেষে পরিচালকই বড় ফ্যাক্টর।

Advertisement

আরও পড়ুন, মাহির নামে ভুয়ো খবর ছড়াল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement