বয়স কমিয়েছেন মলাইকা? ছবি: সংগৃহীত।
২০১৯ সালে ৪৬ বছরের জন্মদিন পালন করেছিলেন। তা হলে ২০২৫ সালে কী ভাবে ৫০ বছর বয়স হতে পারে? মলাইকা অরোরাকে নিয়ে এমন নানা প্রশ্ন উঠছে। এ বার নিজেই নিজের বয়স জানালেন অভিনেত্রী।
২৩ অক্টোবর জন্মদিন পালন করেছেন মলাইকা। মডেল-অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর পুত্র আরহান ও অন্য বন্ধুরা। জন্মদিনের পার্টির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। নেটাগরিকের নজরে আসে মলাইকার জন্মদিনের কেকটি। কেকের উপর লেখা তাঁর বয়স ৫০। এই দেখেই প্রশ্ন তোলেন তাঁরা? ‘উইকিপিডিয়া’ও বলছে, মলাইকার বয়স ৫২। অনুরাগীরা অবশ্য বলেছেন, মলাইকার কাছে বয়স একটা সংখ্যামাত্র। অনায়াসে নিজের বয়স এখনও ২৫ বলে চালিয়ে দেওয়ার যোগ্যতা রয়েছে তাঁর।
রবিবার রাতে নিজের জন্মদিনের আরও কিছু ছবি ভাগ করে নিয়েছেন মলাইকা। সেই সঙ্গে তিনি লেখেন, “আমার মন ভরে গিয়েছে। আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ। এত সুন্দর একটা সন্ধ্যার আয়োজনে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।” বোন অমৃতা অরোরা ও অন্য বন্ধুদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তবে এর মধ্যেও নেটাগরিক লক্ষ করেছেন, মলাইকা নিজের বয়স ৫০ বলেই দাবি করেছেন।
মলাইকার জন্মদিনে তাঁর বোন অমৃতাও খুনসুটি করে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, “গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গিয়েছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।” তবে নেটাগরিক তা মানতে নারাজ। অনুরাগীরা অবশ্য জানিয়েছেন, মলাইকা এমনিতেই সুন্দর। ওর বয়স কত, তা দিয়ে কিছুই যায় আসে না।