Entertainment News

শর্ট ড্রেস পরে ট্রোলড মালাইকা

সম্প্রতি নিজের বাড়িতে প্রি-ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন মালাইকা। কর্ণ জোহর, করিনা কপূর খান, করিশ্মা কপূর সহ একঝাঁক তারকা আমন্ত্রিত ছিলেন। সেখানেই মালাইকার পোশাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ১০:২৫
Share:

মালাইকা আরোরা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, ফতিমা সানা শেখের পর ট্রোলিংয়ের তালিকায় নতুন এন্ট্রি। এ বার মালাইকা আরোরা।

Advertisement

সম্প্রতি নিজের বাড়িতে প্রি-ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন মালাইকা। কর্ণ জোহর, করিনা কপূর খান, করিশ্মা কপূর সহ একঝাঁক তারকা আমন্ত্রিত ছিলেন। সেখানেই মালাইকার পোশাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

পার্টিতে মেরুন রঙের একটি শর্ট ড্রেস পরেছিলেন মালাইকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই শুরু হয় ট্রোলিং। কেউ লিখেছেন, ‘তোমার নিজেকে ঢেকে রাখা উচিত মালাইকা। নিজের দিকে তাকান। বেশিরভাগ সময় আপনি মত্ত থাকেন এবং প্রায় কোনও পোশাকই থাকে না।’ কারও মতে, ‘মালইকার যতই পয়সা থাক, কোনও রুচি নেই। খুব সস্তা দেখতে লাগছে আপনাকে।’

Advertisement

আরও পড়ুন, বোল্ড ফোটোশুটে বাঙালি অভিনেত্রী টিনা, সঙ্গী কে জানেন?

ট্রোলিংয়ের পর মালাইকা এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে বলি মহলের বিভিন্ন অংশে প্রশ্ন উঠেছে, পোশাক নির্বাচন ব্যক্তি স্বাধীনতার বিষয়। সেখানে অপর কোনও ব্যক্তি কী ভাবে মন্তব্য করবেন?

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?

সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন ❤️

❤️

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন ❤️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement