Malaika Arora

‘সমকামী হোক কিংবা বিবাহিত’, মলাইকা বাড়ি থেকে বেরোলেই কোন বিতর্ক ঘিরে ধরে তাঁকে?

বার বার নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেও শান্তি নেই মলাইকার। যদিও সম্প্রতি এক হিরে ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২১:০২
Share:

কিসের ইঙ্গিত দিলেন মলাইকা! ছবি: সংগৃহীত।

২০২৪ সালে অর্জুন কপূরের সঙ্গে সম্পর্ক ভাঙে মলাইকা অরোরার। তার আগে আরবাজ় খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনে ভাঙন ধরে। যদিও নিজের জীবনের বিয়ে কিংবা প্রেম ভাঙা নিয়ে কখনও কাদা ছোড়াছুড়ি করেননি অভিনেত্রী। বরং আগের সম্পর্কগুলোকে সম্মান জানিয়েছেন। যদিও অর্জুনের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে আগে নীরব থাকলেও সম্প্রতি তিনি জানান, অর্জুন সবসময় তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়ে যাবেন।

Advertisement

২০২৪ সালে অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। তার পর থেকে কিছু গুঞ্জন শোনা গেলেও সিলমোহর পড়েনি একটিতেও। কিন্তু একটি গানের অনুষ্ঠানে মলাইকার সঙ্গে এক যুবককে দেখার পর থেকে সম্পর্কের গুঞ্জন শুরু হয়। সেই যুবকের নাম হর্ষ মেহতা। বয়স ৩৩। তাঁর নাকি বেলজিয়ামে হিরের ব্যবসা রয়েছে। এও শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মলাইকা ও হর্ষ। একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে।

এ প্রসঙ্গে মলাইকা বলেন, ‘‘আসলে লোকে অনেক কথাই তো বলে। আর আমি যখনই আমার পুরনো বন্ধু থেকে কোনও সমকামী পুরুষ অথবা বিবাহিত পুরুষ— যাঁর সঙ্গেই বার হই না কেন, আমার সঙ্গে তাঁর নাম জুড়ে দেওয়া হয়। নিত্যনতুন নাম শুনে আমার মা প্রশ্ন করে, নতুন ব্যক্তিটি কে? আমরা এখন এগুলো নিয়ে হাসাহাসি করি।’’

Advertisement

বার বার নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেই যেন শান্তি নেই মলাইকার। তবে মলাইকা দৃঢ়প্রতিজ্ঞ, তিনি সারাজীবন সেই কাজটাই করবেন, যেটা তাঁকে আনন্দ দেয়। তিনি চান, মানুষ তাঁকে সে ভাবেই মনে রাখুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement