সুইম স্যুটে উষ্ণ মালাইকা ধরা দিলেন সোশ্যাল ওয়ার্ল্ডে

মালাইকা বলি মহলের সেই সেলেবদের তালিকায় পড়েন শুধুমাত্র বয়স দিয়ে যাঁদের বিচার করা যায় না। বয়স যাঁদের কাছে একটা সংখ্যা মাত্র। যোগা, এক্সসারসাইজ, ডায়েটিং— বিভিন্ন রুটিনে নিজেকে এতটাই ফিট রেখেছেন তিনি। মালাইকার বয়স এখন ৪৩।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১৭:২০
Share:

মালাইকা আরোরা খান। ছবি: মালাইকার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

বর্ষা এসে গিয়েছে। কিন্তু এখনও যেন গরম উপভোগ করছেন বলি অভিনেত্রী মালাইকা আরোরা। অন্তত তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট তো সে ইঙ্গিতই দিচ্ছে। সম্প্রতি সুইমিং পুলের ধারে সাঁতারের পোশাকে নিজের একটি ছবি ওয়েব মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা। সেই ছবি নতুন সেনসেশন তৈরি করেছে।

Advertisement

আরও পড়ুন, বিকিনি পরে বেবি বাম্পের ছবি শেয়ার করলেন সেলিনা

মালাইকা বলি মহলের সেই সেলেবদের তালিকায় পড়েন শুধুমাত্র বয়স দিয়ে যাঁদের বিচার করা যায় না। বয়স যাঁদের কাছে একটা সংখ্যা মাত্র। যোগা, এক্সসারসাইজ, ডায়েটিং— বিভিন্ন রুটিনে নিজেকে এতটাই ফিট রেখেছেন তিনি। মালাইকার বয়স এখন ৪৩। তাঁর কথায়, ‘‘আমার সবচেয়ে পছন্দ যোগা। কয়েক বছর ধরেই এটা আমি অভ্যেস করে ফেলেছি।’’

Advertisement

ঠিক এই কারণেই যে কোনও পোশাকে মানিয়ে যান দুই ছেলের মা মালাইকা। তাঁর ছবি নতুন করে উত্তেজনা ছড়ায় ওয়েব ওয়ালে। 🌞🌊🥝🍒🤸‍♂️

🌞🌊🥝🍒🤸‍♂️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement