Malaika Arora

৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ! গানের তালে কোন পুরুষের বাহুলগ্না হলেন তিনি?

বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন মলাইকা। তাঁর আশপাশে দেখা গিয়েছিল রকুল প্রীত ও জ্যাকি ভগ্নানীকে। তবে নজর কেড়েছেন আর এক পুরুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৩:১৮
Share:

মলাইকার জীবনে নতুন পুরুষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মলাইকা অরোরার জীবনে এসেছেন নতুন পুরুষ? সম্প্রতি বেশ কিছু ভিডিয়ো এমন জল্পনাই উস্কে দিচ্ছে। গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। তার পর থেকে কয়েকটি গুঞ্জন শোনা গেলেও সিলমোহর পড়েনি একটিতেও। কিন্তু এ বার এক নতুন পুরুষের সঙ্গে তাঁর রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা।

Advertisement

বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন মলাইকা। তাঁর আশপাশে দেখা গিয়েছিল রকূল প্রীত ও জ্যাকি ভগনানীকে। যদিও নজর কেড়েছেন আরও এক পুরুষ। মলাইকার পাশেই দেখা যায় তাঁকে। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটাগরিকের। মলাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাঁকে। তার পরেই নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “কে এই সুপুরুষ?”

মালাইকার পাশে কে এই পুরুষ? ছবি: ইনস্টাগ্রাম

মলাইকার সঙ্গে এই অচেনা পুরুষকে দেখে অনুরাগীদের একজন লিখেছেন, “দিন দিন যেন মলাইকার বয়স কমছে। এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে ওঁদের একসঙ্গে।” তবে বিপরীত মতও রয়েছে অনেকের। কেউ লিখেছেন, “একসঙ্গে দেখা গিয়েছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনও মানে নেই। হতেই পারে মলাইকার পুত্রের বন্ধু ওই পুরুষ।”

Advertisement

গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করেছেন মলাইকা। মডেল-অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর পুত্র আরহান ও অন্য বন্ধুরা। এই দিন মলাইকার জন্মদিনের কেকের উপরে লেখা ছিল তাঁর বয়স— ৫০। এই দেখে প্রশ্ন তোলেন নেটাগরিক, “সত্যিই কি মলাইকার বয়স ৫০? হিসাব বলছে ওঁর বয়স ৫২। ২০১৯ সালে ৪৬ বছরের জন্মদিন পালন করেছিলেন তিনি।” তবে মলাইকা নিজেও তাঁর পোস্টে জানিয়েছেন, এ বছর তিনি ৫০ বছর পূর্ণ করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement