‘‘আমির বলেছেন, মায়ের চরিত্রে আমাকে বেমানান’’

‘দঙ্গল’এ আমির খানের স্ত্রীয়ের চরিত্রের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তবুও তাঁর জায়গায় সে চরিত্রে অভিনয় করবেন সাক্ষী তনওয়ার। তিনি মল্লিকা শেরওয়াত। কিন্তু এমন সুযোগ কেন তিনি হেলায় হারালেন জানেন কি? তার কারণ খোদ আমির খান!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৭
Share:

‘দঙ্গল’এ আমির খানের স্ত্রীয়ের চরিত্রের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তবুও তাঁর জায়গায় সে চরিত্রে অভিনয় করবেন সাক্ষী তনওয়ার। তিনি মল্লিকা শেরওয়াত। কিন্তু এমন সুযোগ কেন তিনি হেলায় হারালেন জানেন কি? তার কারণ খোদ আমির খান!

Advertisement

মল্লিকা জানিয়েছেন, ‘দঙ্গল’এ তাঁর অডিশন বেশ পছন্দই হয়েছিল পরিচালকের। কিন্তু চিত্রনাট্যে আমিরের চার সন্তান রয়েছেন। আর তাঁদের মা হিসাবে নাকি একেবারেই মানাবে না মল্লিকাকে। যতই মেকআপ করা হোক না কেন তাঁর বয়স যেহেতু অনেকটা কম, তাই পর্দায় তাঁকে চার মেয়ের মা বলে মনেই হবে না। সে কারণেই মল্লিকার জায়গায় সাক্ষীকে কাস্ট করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি।

নায়িকার কথায়, ‘‘আসলে আমি ততটা বুড়ো হইনি। আমির খানই বললেন, আমাকে চার মেয়ের মা মনে হবে না। তাই অফারটা ছেড়ে দিলাম।’’ ছবিতে মহাবীর সিংহ ফোগটের ভূমিকায় অভিনয় করছেন আমির খান। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন বাড়িয়ে করেছেন ৯৫ কিলো!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement