Asrani demise

অপূর্ণ রয়ে গিয়েছে আসরানীর একাধিক স্বপ্ন! কোন কোন বিষয় নিয়ে উচ্ছ্বসিত থাকতেন প্রয়াত অভিনেতা?

অসুস্থতা থাকলেও কখনও কাজ বন্ধ করেননি তিনি। আসন্ন বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। তার মধ্যে দু’টি ছবি ছিল বেশ গুরুত্বপূর্ণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৫:১৬
Share:

আসরানীর একাধিক স্বপ্ন অপূর্ণ থেকে গেল। ছবি: সংগৃহীত।

দীপাবলির আনন্দের আবহে প্রয়াত হয়েছেন অভিনেতা আসরানী। এই মুহূর্তে তাই বলিউডের আলোর উৎসব অনেকটাই ম্লান। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আসরানী। তবে অপূর্ণ থেকে গিয়েছে বর্ষীয়ান তারকার বেশ কয়েকটি স্বপ্ন।

Advertisement

মৃত্যুকালে আসরানীর বয়স হয়েছিল ৮৪ বছর। প্রয়াত অভিনেতার আপ্তসহায়ক জানিয়েছেন, ফুসফুসে জল জমার কারণে মৃত্যু হয়েছে তাঁর। তবে অসুস্থতা থাকলেও কখনও কাজ বন্ধ করেননি তিনি। আসন্ন বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। তার মধ্যে দু’টি ছবি ছিল বেশ গুরুত্বপূর্ণ। বড়পর্দায় সেই ছবিগুলি দেখার জন্য অপেক্ষায় ছিলেন আসরানী। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ থেকে গেল তাঁর। আক্ষেপ প্রয়াত অভিনেতার আপ্তসহায়কের।

নিজের শেষ সাক্ষাৎকারে একটি ছবি নিয়ে নিজেই কথা বলেছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন, প্রিয়দর্শনের আসন্ন ছবি ‘ভূত বাংলা’র শুটিং শেষ হয়েছে। এই ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল ও তব্বু। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের এপ্রিলে। বড়পর্দায় নিজের এই ছবি দেখা হল না আসরানীর। ‘ভূত বাংলা’ ছাড়াও অক্ষয় কুমারের সঙ্গে আরও একটি ছবিতে কাজ করেছিলেন তিনি। সেই ছবি দেখার ইচ্ছেও অপূর্ণ থেকে গেল তাঁর। তিনি আরও কাজ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন আপ্তসহায়ক।

Advertisement

উল্লেখ্য, কৌতুকাভিনেতার প্রকৃত নাম গোবর্ধন আসরানী। ঝুলিতে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’-এর মতো জনপ্রিয় ছবি। সত্তরের দশকে রমেশ সিপ্পির ‘শোলে’ ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তাঁর অভিনীত ‘জেলর’ চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement