মায়ের অনুপ্রেরণায় ‘আয়রনম্যান’

তিনি চমকে দিয়েছেন বটে! দুনিয়ার কঠিনতম ট্রায়াথলন ‘আয়রনম্যান’ শেষ করেছেন তিনি। কিন্তু পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন স্পোর্টসম্যানশিপের রহস্য কী? মিলিন্দ সোমান বলেছেন তাঁর মায়ের কথা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০০:০১
Share:

তিনি চমকে দিয়েছেন বটে! দুনিয়ার কঠিনতম ট্রায়াথলন ‘আয়রনম্যান’ শেষ করেছেন তিনি। কিন্তু পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন স্পোর্টসম্যানশিপের রহস্য কী?

Advertisement

মিলিন্দ সোমান বলেছেন তাঁর মায়ের কথা। খেলাধুলোকে সিরিয়াসলি নিতে যে তাঁর মা-ই তাঁকে বল‌েছিলেন, সটান জানিয়ে দিচ্ছেন এক সময়ের নামকরা এই মডেল। বায়ো-কেমিস্ট্রির শিক্ষিকা ছিলেন মিলিন্দের মা। অবসর নেওয়ার পর ট্রেকিং শুরু করেন।

মিলিন্দ জানাচ্ছেন, ৫০তম জন্মদিন স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী কিছু একটা করার কথা ভেবেছিলেন। ব্যক্তিগত ভাবে সাইকেল চালানো পছন্দ করেন না ঠিকই, কিন্তু ট্রায়াথলনের কথা শোনার পর পছন্দ-অপছন্দের ধার ধারেননি।

Advertisement

সিরিয়াল ‘সি হকস’-এ প্রথম সকলের নজরে আসেন মিলিন্দ। ‘১৬ ডিসেম্বর’, ‘ভেজা ফ্রাই’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ‘বাজিরাও মস্তানি’-র মতো বিগ বাজেট ছবিতেও দেখা যাবে মিলিন্দ সোমানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন