Akshay Kumar

অক্ষয়ের পথসুরক্ষার বিজ্ঞাপনে চলছে পণপ্রথার প্রচার! নিন্দার ঝড়ে কেন্দ্রীয় মন্ত্রী গডকরী

বিরোধী রাজনীতিকদের অভিযোগ, ওই বিজ্ঞাপনের মাধ্যমে পণপ্রথাকেই গৌরবান্বিত করা হয়েছে। গডকরীর পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারকেও বিঁধেছেন শিবসেনা এবং তৃণমূলের মতো বিরোধী দলের রাজনীতিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৫
Share:

পথদুর্ঘটনা এড়াতে শুক্রবার টুইটারে অক্ষয় কুমারের একাধিক বিজ্ঞাপনী ভিডিয়ো প্রকাশ করেছেন নিতিন গডকরী। ছবি: সংগৃহীত।

পথসুরক্ষার প্রচারে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের একটি বিজ্ঞাপন ঘিরে নিন্দার ঝড়ের মুখে পড়লেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরী। নেটমাধ্যমের একাংশ-সহ বিরোধী রাজনীতিকদের অভিযোগ, ওই বিজ্ঞাপনের মাধ্যমে পণপ্রথাকেই গৌরবান্বিত করা হয়েছে। গডকরীর পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারকেও বিঁধেছেন শিবসেনা এবং তৃণমূলের মতো বিরোধী দলের রাজনীতিকরা।

Advertisement

পথদুর্ঘটনা এড়াতে শুক্রবার টুইটারে অক্ষয়ের একাধিক বিজ্ঞাপনী ভিডিয়ো প্রকাশ করেছেন গডকরী। সেগুলির একটিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ওই বিজ্ঞাপনী ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পর মেয়ে-জামাইকে বিদায় জানাতে গিয়ে ব্যথিত হৃদয়ে কাঁদছেন নববধূর বাবা। তখনই কনস্টেবলবেশী অক্ষয়ের চরিত্রটি তাঁকে বলেছেন, ‘‘এমন গাড়িতে মেয়েকে বিদায় করলে কান্না তো পাবেই!’’ বিলাসবহুল গাড়িতে যে যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, তা বলতে শোনা গিয়েছে মেয়ের বাবাকে। তা সত্ত্বেও গাড়িতে কী খামতি রয়েছে? মেয়ের বাবার এ প্রশ্নের জবাবে অক্ষয়ের সংলাপ, ‘‘গাড়িতে মোটে দু’টি এয়ারব্যাগ রয়েছে, ছ’টি নেই কেন?’’

ছ’টি এয়ারব্যাগযুক্ত গাড়ি ব্যবহারের জন্য প্রচারের এই বিজ্ঞাপন ঘিরেই প্রশ্ন তুলেছেন অনেকে। টুইটারে শিবসেনার নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদীর মন্তব্য, ‘এটি খুবই সমস্যাজনক বিজ্ঞাপন। এ ধরনের বিজ্ঞাপন কারা দেখাতে দেন? গাড়ির সুরক্ষার প্রচারের আড়ালে সরকার টাকা খরচ করে এই বিজ্ঞাপনের মাধ্যমে পণপ্রথার মতো অপরাধমূলক কাজকেই উৎসাহ দিচ্ছে।’

Advertisement

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেও এ নিয়ে সরব হয়েছেন। তাঁর টুইট, ‘এটা দেখে জঘন্য লাগছে যে, ভারত সরকার সরকারি ভাবে পণপ্রথার প্রচার করেছে।’

প্রসঙ্গত, রবিবার একটি পথদুর্ঘটনায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর ঘটনার পর প্রতিটি গাড়িতে এয়ারব্যাগের সংখ্যা বাড়িয়ে ছ’টি করায় উদ্যোগী হয়েছেন খোদ গডকরী। তবে সাকেতের মতে, ভারত সরকার দেশের বেহাল রাস্তার সংস্কার করার বদলে ছ’টি এয়ারব্যাগযুক্ত গাড়ি ব্যবহারের প্রচারে নজর দিয়েছে। এ ভাবে মোদী সরকার নিজের দায়িত্ব এড়াচ্ছে বলেও দাবি করেছেন সাকেত।

রাজনীতিকদের মতো নেটব্যবহারকারীদের একাংশও এই বিজ্ঞাপনের সমালোচনা করেছেন। এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘এই বিজ্ঞাপনটি যে কী অন্তঃসারশূন্য! এটা বিয়ে, নববধূ নাকি ছ’টি এয়ারব্যাগওয়ালা গাড়ি পণ দেওয়া নিয়ে, তা-ই তো বোঝা যাচ্ছে না। পথসুরক্ষার বিষয়টি কি অন্য ভাবে বোঝানো যেত না?’

যদিও এই বিজ্ঞাপনে কাজ করার জন্য অক্ষয়কে ধন্যবাদ দিয়েছেন গডকরী। সেই সঙ্গে তাঁর দাবি, ভারতে পথসুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে এবং পথদুর্ঘটনার হার কমিয়ে আনতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। তবে গডকরীর মন্ত্রকের এই বিজ্ঞাপনে যে উল্টো প্রতিক্রিয়া হয়েছে, তা স্পষ্ট। নেটমাধ্যমে একজন লিখেছেন, ‘একমাত্র ভারতেই সরকার করদাতাদের পয়সা খরচ করে এ ভাবে বিজ্ঞাপনের মাধ্যমে পণের মতো শাস্তিযোগ্য অপরাধের প্রচার করতে পারে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন