এ বার ‘নারদ’-এ মীর!

‘নারদ কাণ্ড’ নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। ভোটের মুখে নারদ নিউজের স্টিং অপারেশন শাসকদলকে বেশ অস্বস্তিতে ফেলেছে সন্দেহ নেই। বিরোধীদের আক্রমণ প্রতিদিনই আরও তীব্র হচ্ছে। এর মধ্যেই নারদ অবতারের ফেসবুকে নিজের ছবি পোস্ট করলেন মীর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১৮:১৯
Share:

নারদের সাজে মীর। ছবি: ফেসবুকের সৌজন্যে।

‘নারদ কাণ্ড’ নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। ভোটের মুখে নারদ নিউজের স্টিং অপারেশন শাসকদলকে বেশ অস্বস্তিতে ফেলেছে সন্দেহ নেই। বিরোধীদের আক্রমণ প্রতিদিনই আরও তীব্র হচ্ছে। এর মধ্যেই নারদ অবতারের ফেসবুকে নিজের ছবি পোস্ট করলেন মীর।

Advertisement

মীরাক্কেলের সৌজন্যে মীরকে বিভিন্ন রূপে দেখেছেন দর্শক। নারদ অবতারের ক্যাপশনে মীর লিখেছেন, ‘বলছি কি....মানে...।’ এটাই তো প্রশ্ন। মানেটা কী? তা অবশ্য খোলসা করেননি তারকা।

কোনও কোনও মহল বলছে, এটা মীরাক্কেলের শুটিংয়েরই ছবি। সত্যিই কি তাই? নাকি রাজনৈতিক এই ডামাডোলে এই বিশেষ ছবিটির অন্য কোনও ব্যাখ্যা রয়েছ?

Advertisement

উত্তরটা ভেবে নিন নিজের মতো করে। আর মন দিয়ে দেখতে থাকুন নয়া ‘নারদ’কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement