Entertainment News

সোশ্যাল মিডিয়ায় ট্রাভেল ডায়েরি শেয়ার করলেন মনামী

কিন্তু এই মুহূর্তে মনামী কোথায় জানেন? কোন জায়গা থেকে তিনি অনুরাগীদের জন্য মেসেজ দিলেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০০:৪৫
Share:

মনামী ঘোষ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

জলের ওপর ভেসে চলেছেন তিনি। সঙ্গে গান। সম্প্রতি ঠিক এ ভাবেই ওয়েব অডিয়েন্সের জন্য ধরা দিলেন অভিনেত্রী মনামী ঘোষ।

Advertisement

কিন্তু এই মুহূর্তে মনামী কোথায় জানেন? কোন জায়গা থেকে তিনি অনুরাগীদের জন্য মেসেজ দিলেন?

আসলে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। প্যারিসে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। তারই মধ্যে ভক্তদের জন্যও সময় বের করে নিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, কার জন্য ভালবাসা প্রকাশ করলেন সন্দীপ্তা?

ইউরোপে বেড়ানোর ফাঁকেই অনুরাগীদের জন্য ট্রাভেল ডায়েরি তৈরি করে ফেলেছেন মনামী। কখনও আইফেল টাওয়ারের সামনে কখনও বা নো মেকআপ লুকে ছবি শেয়ার করেছেন তিনি। Ⓜ️ (_)

Ⓜ️ (_)

ইউরোপে বেড়ানোর ফাঁকেই অনুরাগীদের জন্য ট্রাভেল ডায়েরি তৈরি করে ফেলেছেন মনামী। কখনও আইফেল টাওয়ারের সামনে কখনও বা নো মেকআপ লুকে ছবি শেয়ার করেছেন তিনি।

টেলিভিশনে চুটিয়ে অভিনয় করেন মনামী। তাঁর দক্ষতা দর্শকদের কাছে প্রমাণিত। সিনেমা এবং সিরিয়াল সমান দক্ষতায় ব্যালেন্স করেন তিনি। তাই কাজের ফাঁকে ছুটিটাও খুব জরুরি তাঁর জীবনে। 🗼 Ⓜ️ (_)

🗼

Ⓜ️ (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement