Entertainment News

ফের ‘মিস্টার বিন’-এর মৃত্যুর ভুয়ো খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৪:৫১
Share:

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের!

Advertisement

না! ঘাবড়ে যাবে না। কারণ এটি ভুয়ো খবর। গত ১৮ মার্ট একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায় খবরটি। যেখানে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন।’ প্রায় তিন লক্ষ শেয়ার হওয়ার পর জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুল। কিন্তু তার মধ্যেই অনুরাগীরা শোক প্রকাশ করে ফেলেন।

আরও পড়ুন, মুক্তির আগেই রেকর্ড তৈরি করল ‘বাহুবলী দ্য কনক্লুশান’

Advertisement

এর আগে ২০১৬তেও রোয়ানের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়েছিল। তখনও এ ভাবে হেসেই রিঅ্যাক্ট করেছিলেন রোয়ান। তার আগে ২০১২ সালে একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা। সে সময়ও তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়। সব মিলিয়ে ‘মিস্টার বিন’এর সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের। 😎 (_)

এর আগে ২০১৬তেও রোয়ানের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়েছিল। তখনও এ ভাবে হেসেই রিঅ্যাক্ট করেছিলেন রোয়ান। তার আগে ২০১২ সালে একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা। সে সময়ও তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়। সব মিলিয়ে ‘মিস্টার বিন’এর সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের। (_)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন