Nana Patekar

শাহিদ ও তৃপ্তির উপরে চটলেন নানা পাটেকর, রাগের বশে কোন পদক্ষেপ করলেন বর্ষীয়ান অভিনেতা?

পোস্টার উন্মোচন পর্বে থাকলেও ঝলকমুক্তি অনুষ্ঠানের আগেই বেরিয়ে যান নানা পাটেকর। এই কাণ্ডের পরে পরিচালক বিশাল ভরদ্বাজ কী বললেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৮:০০
Share:

(বাঁ দিক থেকে) শাহিদ কপূর, তৃপ্তি ডিমরী, নানা পটেকর। ছবি: সংগৃহীত।

২১ জানুয়ারি মুম্বইয়ে ‘ও রোমিয়ো’ ছবির পোস্টার মুক্তি অনুষ্ঠানে একসঙ্গে এলেন শাহিদ কপূর ও তৃপ্তি ডিমরী। ছবির নায়ক-নায়িকা বলে কথা। সেখানেই মেজাজ হারিয়ে ফেললেন নানা পাটেকর। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু ছবির অনুষ্ঠানে এসেও রেগে সেখান থেকে বাড়ি চলে গেলেন নানা। কী এমন ঘটল হঠাৎ?

Advertisement

শোনা যাচ্ছে, অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল বেলা ১২টায়। নির্ধারিত সময়েই চলে আসেন নানা। কিন্তু, এসে বহু ক্ষণ বসে থাকতে হয় তাঁকে। দুপুর দেড়টা নাগাদ আসেন শাহিদ ও তৃপ্তি। নানা পোস্টার উন্মোচন পর্বে থাকলেও প্রচার-ঝলকমুক্তি অনুষ্ঠানের আগেই বেরিয়ে যান। যদিও এই কাণ্ডের পরে পরিচালক বিশাল ভরদ্বাজ জানান, শাহিদ ও তৃপ্তির দেরিটা একেবারেই অনিচ্ছাকৃত। কারণ, এই ছবি নিয়েই বেশ কিছু অনুষ্ঠানে যেতে হয়েছিল তাঁদের। তাই মূল অনুষ্ঠানে পৌঁছোতে দেরি হয়। যদিও নানার আচরণে একেবারেই দুঃখ পাননি পরিচালক।

এ প্রসঙ্গে বিশাল বলেন, ‘‘নানা হচ্ছেন ক্লাসের সেই শিশুটি, যে সকলকে বিরক্ত করতে ভালবাসে। ভীষণ রসিক মানুষ, মজা করতে ভালবাসে নানা। ওর সান্নিধ্যে থাকতে সকলেই চায়। যদি ও অনুষ্ঠানে থাকত, আমাদের সকলের ভাল লাগত। কিন্তু এটা নানার নিজস্ব সিদ্ধান্ত। ও চেয়ার ছেড়ে উঠে বলল, ‘এক ঘণ্টা তোমরা অপেক্ষা করিয়েছ। তাই আমি এ বার বাড়ি যাচ্ছি।’’’ বিশাল শেষে জানান, যাঁরা নানাকে চেনেন, তাঁরা কখনওই এই কারণে ওঁর উপরে রাগ করতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement