Naseeruddin Shah

ক্ষুব্ধ নাসির

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ধর্মের নামে আমাদের দেশে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়ে থাকে, তা নিয়ে ক্ষোভ রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০০:০৪
Share:

নাসিরউদ্দিন।

লাভ জিহাদ প্রসঙ্গে নিজের আশঙ্কা প্রকাশ করলেন নাসিরউদ্দিন শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ধর্মের নামে আমাদের দেশে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়ে থাকে, তা নিয়ে ক্ষোভ রয়েছে তাঁর। বিয়ের সময়ে ধর্মান্তরণ প্রসঙ্গে নাসির বলেছেন, ‘‘যারা এই শব্দবন্ধটার সৃষ্টি করেছিল, আমার ধারণা তারা ‘জিহাদ’ কথাটার মানেই জানে না।’’

Advertisement

নিজের বিয়ের প্রসঙ্গ টেনে এনে অভিনেতা বলেছেন, হিন্দু মেয়েকে (রত্না পাঠক) বিয়ে করার সময়ে নাসিরের কাছেও জানতে চাওয়া হয়েছিল, পাত্রীর ধর্ম পরিবর্তন করা হবে কি না। সটান ‘না’ করে দিয়েছিলেন নাসির। ‘‘আমার মা গোঁড়া মুসলিম পরিবারের মেয়ে, প্রথাগত শিক্ষাও বেশি দূর নয় তাঁর। তিনিও রত্নার ধর্ম পরিবর্তনের বিপক্ষে ছিলেন,’’ বলেছেন নাসির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন