Natasha Stankovic

বাগ্‌দান সেরেছেন হার্দিক! এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রাক্তন স্ত্রী নাতাশা

সম্প্রতি মাহিকার অনামিকায় দেখা গিয়েছে একটি হিরের আংটি। সেখান থেকেই গুঞ্জন শুরু। এর মধ্যে অনেকের প্রশ্ন ছিল, কেমন আছেন নাতাশা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৮:২৪
Share:

হার্দিকের নতুন প্রেম! কেমন আছেন নাতাশা? ছবি: সংগৃহীত।

প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে নাকি বাগ্‌দান সেরে ফেলেছেন হার্দিক পাণ্ড্য। এই জল্পনার মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচ।

Advertisement

নতুন প্রেমে সিলমোহর দিয়েছেন হার্দিক। তার পর থেকে মাহিকার সঙ্গে একের পর এক সোহাগী ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি মাহিকার অনামিকায় দেখা গিয়েছে একটি হিরের আংটি। সেখান থেকেই গুঞ্জন শুরু। এর মধ্যে অনেকের প্রশ্ন ছিল, কেমন আছেন নাতাশা? যদিও নাতাশা আরও এক বার বুঝিয়ে দিলেন, অতীত ভুলে একাই ভাল আছেন তিনি। কমলা রঙের একটি ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’ গাড়ি কিনে ফেললেন তিনি।

২১ নভেম্বর দুপুর গড়াতেই এই দামি গাড়ি নিয়ে মুম্বই শহরের রাস্তায় বেরিয়েছিলেন নাতাশা। শরীরচর্চাকেন্দ্রে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে নিজের নতুন গাড়িতে উঠে পড়েন। ছবিশিকারিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। এই গাড়ির দাম ৩.০৪ কোটি টাকা।

Advertisement

এক দিকে হার্দিক নতুন সম্পর্কে ব্যস্ত। অন্য দিকে নাতাশা ছেলে অগস্ত্যকে নিয়ে ব্যস্ত। তবে প্রথম দিকে বিবাহবিচ্ছেদ এতটা সহজ ছিল না নাতাশার জন্য। বিচ্ছেদের পরে সার্বিয়ায় চলে গিয়েছিলেন তিনি। কিন্তু তার পরে ছেলেকে নিয়ে ফিরে আসেন ভারতে। অগস্ত্য মায়ের সঙ্গে থাকলেও, দূর থেকে ছেলের দেখাশোনার দায়িত্ব ভাগ করে নিয়েছেন হার্দিকও।

উল্লেখ্য, নেটপাড়ার একাংশের ধারণা, হার্দিক ফের হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। একে অপরের সঙ্গ যে তাঁরা বেশ উপভোগ করছেন, তা স্পষ্ট। তবে বিয়ের পিঁড়িতে কবে বসছেন বা আদৌ বাগ্‌দান সেরে ফেলেছেন কি না, সে ব্যাপারে কিছু নিশ্চিত করে জানাননি কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement