Visaranai

২০১৭-র অস্কারে যাচ্ছে এই ভারতীয় ছবিটি

ইতিমধ্যেই তিন তিনটে পুরস্কার— সেরা ফিচার ফিল্ম, সেরা সহ অভিনেতা এবং সেরা এডিটিং-এর জন্য পুরস্কার জিতেছে ছবিটি। দেশের অনেক গুণী পরিচালক থেকে ফিল্ম সমালোচকদের থেকে যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছে। এ বার ২০১৭-র অস্কারের জন্যও যাচ্ছে ছবিটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:০১
Share:

ইতিমধ্যেই তিন তিনটে পুরস্কার— সেরা ফিচার ফিল্ম, সেরা সহ অভিনেতা এবং সেরা এডিটিং-এর জন্য পুরস্কার জিতেছে ছবিটি। দেশের অনেক গুণী পরিচালক থেকে ফিল্ম সমালোচকদের থেকে যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছে। এ বার ২০১৭-র অস্কারের জন্যও যাচ্ছে ছবিটি। ‘এয়ারলিফ্ট’, ‘উড়তা পঞ্জাব’, ‘বাজিরাও মস্তানি’, ‘ফ্যান’-এর মতো ছবিকে পেছনে ফেলে অস্কারের জন্যও যাচ্ছে তামিল ছবি ‘বিসারনাই’। সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে মনোনীত হয়েছে দক্ষিণী তারকা ধনুষ প্রযোজিত এই ছবিটি।

Advertisement

এম চন্দ্রকুমারের উপন্যাস ‘লক আপ’-এর কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘বিসারনাই’। পুলিশি নৃশংসতা, দুর্নীতি, চূড়ান্ত অবিচারের ছবি ফুটে উঠেছে এই ছবিতে। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সিলেকশন কমিটির চেয়ারম্যান কেতন মেহতা জানান, বিষয়বস্তু, চিত্রনাট্য এবং ‘স্পেশাল এফেক্ট’-এর নিরিখে এই ছবিটিকে অস্কারের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।


‘বিসারনাই’ ছবির একটি দৃশ্য।

Advertisement

‘বিসারনাই’-এর সাফল্যের খবরে বেশ খুশি ছবির পরিচালক ভেট্রিমারান এবং প্রযোজক ধনুষ। টুইট করে ধনুষ জানিয়েছেন, “গর্বের মুহূর্ত।”

আরও পড়ুন...

বাঙালি পরিচালকদের যে ছবিগুলি অস্কারের জন্য গিয়েছে

রাজত্ব গিয়েছে, তবু গৌরবে অটুট কৃষ্ণনগর রাজবাড়ির পুজো

দুর্গা পূজার আগাম শুভেচ্ছা আনন্দ উৎসবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন