Rhea Chakraborty

Rhea Chakraborty: বিদেশ সফরে যাবেন সুশান্ত-প্রেমিকা রিয়া, শর্তসাপেক্ষে অনুমতি এনডিপিএস আদালতের

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক সরবরাহের অভিযোগে এক মাস জেলে ছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। এত দিনে পেলেন বিদেশে যাওয়ার অনুমতি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ জুন ২০২২ ১৯:৪৯
Share:

অবশেষে বিদেশে যাওয়ার ছাড়পত্র রিয়াকে।

সদ্য প্রমোদতরীর মাদক-কাণ্ডে এনসিবি-র ক্লিনচিট পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। এ বার বিদেশে যাওয়ার ছাড়পত্র পেলেন সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তাঁকে ছাড়পত্র দিয়েছে এনডিপিএস আদালত।

Advertisement

একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ডাক পেয়েছেন রিয়া। তার জন্য আবু ধাবিতে যেতে চেয়ে আবেদন করেছিলেন মডেল-অভিনেত্রী। এনডিপিএস আদালত অবশেষে তাতে সায় দিয়েছে। তবে ২-৫ জুন, মাত্র তিন দিনের জন্য আবু ধাবি যাওয়ার অনুমতি পেয়েছেন সুশান্ত-প্রেমিকা।

তবে এনডিপিএস-এর সায়ের পরে নিজের পাসপোর্ট হাতে পেলেও বেশ কিছু শর্ত মানতে হচ্ছে রিয়াকে। সফরসূচি-সহ এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে হবে আদালতকে। এর পাশাপাশি আবু ধাবিতে গিয়েও ভারতীয় দূতাবাসে প্রতি দিন হাজিরা দিতে হবে অভিনেত্রীকে। এ ছাড়া, ১ লক্ষ টাকা নগদ জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে।

Advertisement

প্রেমিক সুশান্তের অকালমৃত্যুর পরে গ্রেফতার হন রিয়া। এক মাস কারাবাসের পরে জামিনে মুক্তি পান। এক দিকে যেমন তাঁর দিকে আঙুল তুলেছিল গোটা সমাজ, তেমনই বলিউডে তাঁর কেরিয়ারেরও ক্ষতি হয়েছিল বিস্তর।

বিদেশ-সফরের অনুমতির আবেদনে সে কথাও উল্লেখ করেছেন রিয়া। বলা হয়েছে, ‘গ্রেফতারি এবং সেই কারণে তৈরি হওয়া পরিস্থিতির কারণে এমনিতেই অভিনয়ের কেরিয়ারে অনেকটা ক্ষতি হয়েছে। বিপুল আর্থিক লোকসানও হয়েছে। তাই এই ধরনের সফর ইন্ডাস্ট্রিতে তাঁর ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে জরুরি।’ এ কথাও জানানো হয়েছে, রিয়ার বয়স্ক মা-বাবা আর্থিক ভাবে তাঁর উপর নির্ভরশীল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন