Squid Game

Squid Game: হলিউডে স্কুইড গেম

প্রথম সিজ়নের অভাবনীয় সাফল্য পরবর্তী সিজ়নগুলির জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ০৮:০২
Share:

লিওনার্দোর সঙ্গে ই ছং ছে

মুক্তির সতেরো দিনের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ১০ কোটি দর্শক দেখে ফেলেছিলেন সিরিজ়টি। নেটফ্লিক্সের ইতিহাসে প্রথম কোনও সিরিজ়ের এই সংখ্যক ভিউ হয়েছে। তবে দক্ষিণ কোরীয় ‘স্কুইড গেম’-এর নজরকাড়া প্রিমিয়ার হয়নি। সেই খামতি পুষিয়ে দিতে লস অ্যাঞ্জেলেসে সিরিজ়ের বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল নেটফ্লিক্স। গত সোমবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্কুইড গেম’-এর পরিচালক হং দুং ইয়ক, মুখ্য অভিনেতা ই ছং ছে, পাক হে সু এব‌ং হো ইয়ং চং। গত সপ্তাহ থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজ়িয়াম অফ আর্ট-এ চলছে ল্যাকমা আর্ট অ্যান্ড ফিল্ম গালা। মূলত সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন সিরিজ়ের শিল্পীরা। সংবাদমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর আসরে পরিচালক জানিয়েছেন, সিরিজ়ের দ্বিতীয় সিজ়নের পরিকল্পনা রয়েছে।

Advertisement

প্রথম সিজ়নের অভাবনীয় সাফল্য পরবর্তী সিজ়নগুলির জন্য বাড়তি চাপ তৈরি করেছে। পরিচালকের কথায়, ‘‘দ্বিতীয় সিজ়নের মূল গল্প আমার ভাবা রয়েছে। তবে কবে কী ভাবে তা বাস্তবায়িত হবে, তা এখনই বলা সম্ভব নয়। এখানে আসার পরে সব জায়গায় শুধু সিজ়ন টু নিয়ে প্রশ্নের মুখে পড়ছি।’’ যদিও নেটফ্লিক্সের তরফে কোনও ঘোষণা হয়নি। শোয়ে ই ছং ছে অভিনীত চরিত্রটি দর্শক মহলে প্রশংসিত। দক্ষিণ কোরিয়ার এই অভিনেতা অনুষ্ঠানে উপস্থিত লিওনার্দো ডি’ক্যাপ্রিয়োর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। অনুরাগীরা সেই ছবি দেখে উচ্ছ্বসিত। সিরিজ়ের জনপ্রিয়তা এমনই যে, এ বছর হ্যালোউইন পার্টিতেও ‘স্কুইড গেম’ থিমের পোশাক পছন্দের শীর্ষে ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement