টেলিনায়িকাকে নিয়ে ত্রস্ত সবাই! —প্রতীকী ছবি।
তিনি টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একের পর এক ধারাবাহিকের মুখ। কয়েক মাস হল ধুমধাম করে বিয়ে করেছেন। তাঁর প্রেমিকও স্টুডিয়ো পাড়ার চেনা মুখ। শুটিং ফ্লোরেই তাঁদের আলাপ। ধারাবাহিকেও স্বামী-স্ত্রীর ভূমিকাতেই অভিনয় করেছিলেন তাঁরা। সেই অভিনয় যে কবে বাস্তবে পরিণত হয়েছে তা নিজেরাই বুঝতে পারেননি। কিন্তু অন্দরের গুঞ্জন, যতই নায়ক তাঁর প্রেমে পড়ুন না কেন, নায়িকাকে টেলিপাড়ার অনেকেই ভয় পান। কেন?
অভিনেত্রী নাকি ‘তুকতাক’ করতে সিদ্ধহস্ত। এ সব জানাজানি হওয়ার পর থেকেই নাকি সবাই সাবধানী, বিশেষত অভিনেত্রী আশেপাশে থাকলে। শোনা যায়, নায়িকা যে বোতল থেকে জল খান সেই জল নাকি কেউ পান করেন না। তবে সবটাই অন্দরের আলোচনা। এই ঘটনা যদিও কখনও কারও সামনে ঘটেনি।
ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন অভিনেত্রী। মা-বাবার একটি মাত্র মেয়ে তিনি। আদরের হলেও পরিস্থিতির চাপে পড়ে তাঁকে বিস্তর সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমন সময়ও কাটিয়েছিলেন তিনি যেখানে এক বেলা খাবার পাওয়াও কঠিন হত। তবে পরিস্থিতি বদলেছে। এখন তিনি ছোট পর্দার সফল নায়িকা। মা-বাবাকে ভাল রাখার আপ্রাণ চেষ্টা করছেন। অভিনয়ই তাঁর জীবন। কিন্তু অভিনেত্রীকে নিয়ে ইদানীং এই একটাই কারণে আলোচনা তুঙ্গে। আদৌ কি তিনি এ ধরনের কোনও ‘কালো জাদু’ বা ‘তুকতাক’ নিয়ে চর্চা করেন? তা অবশ্য আলোচনাসাপেক্ষ।