হবু স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিয়ে ভাঙলেন নায়ক? ছবি: সংগৃহীত।
একটা সময় নায়ক-নায়িকারা তাঁদের সম্পর্ক লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করতেন। যুগের সঙ্গে পাল্টেছে অনেক কিছু। ইদানীং তারকারা তাঁদের প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ কিছুই আর আড়ালে রাখেন না। কখন কোন নায়িকা প্রেমিকের সঙ্গে ঘুরতে গেলেন, কাকে সমাজমাধ্যমে কে ‘আনফলো’ করলেন— সব দর্শকের হাতের মুঠোয়। আপাতত এক নায়িকার বিয়ে ভাঙার খবরে সরগরম টলিপাড়া।
বেশ কয়েক বছরের প্রেম তাঁদের। শুরুতে প্রকাশ্যে স্বীকার না করলেও পরবর্তীকালে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত এই তারকাজুটিকে। নায়িকা স্টুডিয়োপাড়ার জনপ্রিয় মুখ। কিন্তু নায়ক এখনও সে ভাবে অভিনেতা হিসাবে নিজের জমি শক্ত করতে পারেননি। কিছু দিন আগে বিদেশে ঘোরার ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। শোনা গিয়েছিল ২০২৬ সালের শুরুতেই নাকি চারহাত এক হবে।
কিন্তু এখন খবর, সেই বিয়ে নাকি হচ্ছে না। এই খবর ছড়াতেই সকলেই নেপথ্যের কারণ জানতে আগ্রহী? কেউ কেউ ধরেই নিয়েছিলেন, সম্ভবত তৃতীয় ব্যক্তির কারণেই এই সম্পর্ক ভেঙেছে। কিন্তু স্টুডিয়োপাড়ায় ফিসফাস অন্য। শোনা যাচ্ছে, হবু স্ত্রী, অর্থাৎ সেই অভিনেত্রী নাকি সন্তানসম্ভবা হয়ে পড়েন। শোনা যায়, সেই সন্তানের পিতা ওই নায়ক নন। ব্যাপারটি নাকি কোনও ভাবেই মেনে নিতে পারেননি ওই অভিনেতা। আর তাই সটান বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন। এই ঘটনা দুই পরিবারের উপরেও নাকি প্রভাব ফেলেছে। নায়িকা নাকি এই ঘটনার পরে বিদেশে ‘সোলো ট্রিপ’ করছেন। নায়কের যদিও কোনও খবর পাওয়া যায়নি।