‘দম লগা কে হইশা’র সেই ভারিক্কি নায়িকাটি আজ আর আগের চেহারায় নেই। শারীরিক কসরত করে, ওজন কমিয়ে এখন বিলকুল ছিপছিপে হয়েছেন ভূমি পেদনেকর। এ বার অক্ষয় কুমারের সঙ্গে ‘টয়লেট’ নামে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। সম্প্রতি একটি ফোটোশ্যুটে একেবারে অন্য লুকে পাওয়া গেল ভূমিকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ফোটোশ্যুটের কয়েকটি ছবি।