Oindrila Sen in Mirza

চরিত্রটা করতে গিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে: ঐন্দ্রিলা

‘মির্জ়া’ ছবিতে অঙ্কুশের বিপরীতে থাকছেন ঐন্দ্রিলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ০৮:০৬
Share:

ঐন্দ্রিলার লুক।

যে ছবির প্রযোজক তাঁর প্রেমিক, সেই ছবিতে তিনি নায়িকা হবেন, এমনটাই তো স্বাভাবিক। আর ঠিক সেই কারণেই ঐন্দ্রিলা সেনের রাতের ঘুম উড়ে গিয়েছে। অঙ্কুশের আগামী ছবি ‘মির্জ়া’র নায়িকা ঐন্দ্রিলা। আজ থেকেই শুরু হচ্ছে সুমিত সাহিল পরিচালিত এই ছবির শুটিং। এটি একটি অ্যাকশন ড্রামা। ঐন্দ্রিলাকে দেখা যাবে এক মাছবিক্রেতার চরিত্রে, নাম মুসকান। ছবিতে তাঁর লুক সাদামাঠা হলেও, মেয়েটি মোটেও সহজ নয়। বেশ সাহসী এবং ঠোঁটকাটা। অঙ্কুশের ছবি না কি চরিত্র কোনটার জন্য ‘মির্জ়া’ করতে রাজি হলেন? ঐন্দ্রিলা বাস্তবেও স্পষ্টবক্তা, ‘‘সত্যি বলতে অঙ্কুশের ছবি বলেই চরিত্র না শুনে রাজি হয়ে গিয়েছিলাম। যেটা অন্য ছবির ক্ষেত্রে কখনও ঘটে না। তবে ‘মির্জ়া’র চরিত্রটা শুনেও পছন্দ হয়ে যায়।’’

Advertisement

ন’বছর বয়স থেকে অভিনয় করছেন ঐন্দ্রিলা। এখনও নতুন ছবির শুটিং শুরুর আগে নার্ভাস লাগে? ‘‘সব সময়ে এটা হয় না। কিন্তু এই চরিত্রটার জন্য হচ্ছে। তার কারণ এটা অঙ্কুশের ছবি। সবাই ভাববে, প্রেমিকা বলেই আমি সুযোগ পেয়েছি। তাই নিজেকে প্রমাণ করার তাগিদটা আরও বেশি,’’ বলছিলেন অভিনেত্রী। অঙ্কুশের মতে, ‘‘মুসকানের চরিত্রের জন্য একজন পরিণত অভিনেত্রীর প্রয়োজন ছিল, যে চরিত্রের একাধিক পরত ফুটিয়ে তুলতে পারবে। যদি ঐন্দ্রিলা রাজি না হত, তা হলে শুভশ্রী বা মিমিকে বলতাম। এই প্রজন্মের যাঁরা নতুন অভিনেত্রী তাঁদের মধ্যে আমি ডেডিকেশনের অভাব দেখি। গ্ল্যামার, টাকা এটাই যেন তাঁদের কাছে বেশি জরুরি। অভিনয়টা পরে আসছে।’’ পাশ থেকে ঐন্দ্রিলা জুড়লেন, ‘‘আমি যে স্কুলিংয়ে বড় হয়েছি, সেখানে এটা ভাবতেই পারি না। যিশু দাশগুপ্ত, রবি ওঝা... এঁদের কাছে স্নেহ, ভালবাসা, বকুনি খেয়ে কাজ শিখেছি।’’

অভিনয় কেরিয়ারের নিরিখে অঙ্কুশের চেয়ে ঐন্দ্রিলা সিনিয়র। তাই পারিশ্রমিকটাও কি ঠিক মতো বুঝে নিচ্ছেন নায়িকা? ‘‘একদম, না দিয়ে যাবে কোথায়! তবে বলেছে, একটু দেরি হতে পারে। চিন্তা নেই, ওর ব্যাঙ্কের কার্ড তো আমার কাছেই থাকে।’’ প্রায় এক বছর আগে এই ছবির ঘোষণা করেছিলেন অঙ্কুশ। কিন্তু আগের প্রযোজকের সঙ্গে ঝামেলার জেরে ছবিটি পিছোয়। ঐন্দ্রিলা জানালেন, ছবিটি অঙ্কুশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি জানেন। তাই সব রকম ভাবে পাশে থাকার চেষ্টা করছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন