Entertainment News

সিদ্ধার্থের প্রেমে ‘পাগল’ এই নতুন নায়িকা!

রাকুলের ঘরের দেওয়াল জুড়ে সিদ্ধার্থের ছবি। গানের লাইনে ভাসছে, ‘ম্যায়নু ইশক তেরা লে ডুবা’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমি তোমার প্রেমে ডুবে গিয়েছি’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১৫:১৮
Share:

‘লে ডুবা’ গানের দৃশ্যে সিদ্ধার্থ ও রাকুলপ্রীত। ছবি: টুইটারের সৌজন্যে।

আবহটা অনেকটা কলেজলাইফের প্রেমের মতো। লুকিয়ে লুকিয়ে পছন্দের মানুষকে দেখা, চুপিসারে তাঁর একটা ছবি তুলে রাখার চেষ্টা।

Advertisement

পরিচালক নীরজ পাণ্ডের আসন্ন ছবি ‘আইয়ারি’র নতুন গানে তেমনই একটা মুহূর্তকে ফ্রেমবন্দি করা হয়েছে। ছবির নায়িকা রাকুলপ্রীত সিংহ পাগল হয়েছেন সিদ্ধার্থ মলহোত্রর প্রেমে। কাজ করতে করতে রাকুলও তাঁর মোবাইলে বন্দি করছেন সিদ্ধার্থকে।

রাকুলের ঘরের দেওয়াল জুড়ে সিদ্ধার্থের ছবি। গানের লাইনে ভাসছে, ‘ম্যায়নু ইশক তেরা লে ডুবা’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমি তোমার প্রেমে ডুবে গিয়েছি’।

Advertisement

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

শুক্রবারই মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মলহোত্র, মনোজ বাজপেয়ী ও নতুন নায়িকা রাকুলপ্রীত সিংহের আগামী ছবি ‘আইয়ারি’র প্রথম গান ‘লে ডুবা’। গানটি আদ্যোপান্ত একটি রোম্যান্টিক নম্বর। ছবিতে সিদ্ধার্থের নায়িকা রাকুলের এটি দ্বিতীয় ছবি। এর আগে ‘ইয়ারিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন, ২০১৮-এ যে বলি সেলেবরা সাতপাকে বাঁধা পড়তে পারেন

আরও পড়ুন, তৈমুরের পাশে দাঁড়িয়ে এই মহিলা আসলে কে?

‘স্পেশ্যাল ২৬’, ‘বেবি’, ‘রুস্তম’-এর মতো ছবির পরিচালক নীরজ পাণ্ডের ‘আইয়ারি’ দুই সেনা অফিসারের গল্প। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। দিল্লি, লন্ডন ও কাশ্মীরের বহু জায়গায় শুটিং হয়েছে ছবির।

নতুন বছরের প্রজাতন্ত্র দিবসে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement