‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়ক হিসাবে দেখা যাবে কাকে? ছবি: সংগৃহীত।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর কি দেখা যাবে জীতু কমলকে? গত তিন দিন ধরে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে দর্শকের মনে। দিতিপ্রিয়া-জীতুর দ্বন্দ্ব নিয়ে জলঘোলা চলছে। এর মাঝে সংযোজন হয়েছে নতুন নাম, রণজয় বিষ্ণু। তা হলে কি ধারাবাহিকের নায়কের চরিত্রে নতুন মুখ দেখা যাবে? নাকি আবার ফিরবেন জীতু?
বৃহস্পতিবার টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রণজয় আভাস দিয়েছেন, তাঁকে এই ধারাবাহিকে দেখা যাবে না। তাতেই দু’য়ে দু’য়ে চার করেছেন অনেকে। একাংশের ধারণা, ফিরবেন জীতু। কিন্তু অন্দরের ফিসফাস, প্রযোজনা সংস্থার সঙ্গে নায়কের কোনও ভাবেই বনিবনা হচ্ছে না। কিন্তু শোনা যাচ্ছে, চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকে নায়ক হিসাবে নতুন মুখ দেখাতে রাজি নয়। যদি সত্যিই এই মতবিরোধ হয়ে থাকে, তা হলে আগামিদিনে কী ভাবে এগোবে ধারাবাহিকের গল্প?
এখনও পর্যন্ত ধারাবাহিকের সঙ্গে যুক্ত কেউই এই বিষয়ে মুখ খোলেননি। এ প্রসঙ্গে টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বাইরে দিতিপ্রিয়াকে প্রশ্ন করা হয়। তিনি এই প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন, কোনও মন্তব্য করতে চান না। যদিও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই অনাপত্তিপত্র জমা দিয়েছেন নায়ক। আগামিদিনে কী হতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ? প্রশ্ন দর্শকের।