সমরেশের আধুনিক সাতকাহন

‘‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ফেলা হচ্ছে গল্পটি। তাই কিছু রদবদলও থাকছে। চিত্রনাট্যে কী ভাবে কী বদলাবে, সেটা ওদের বলে দিচ্ছি,’’ বক্তব্য সমরেশের।

Advertisement
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

সৌমী

ছোট পর্দায় সাহিত্যকেন্দ্রিক ধারাবাহিকের রমরমা। সেই পথে হেঁটেই আরও একটি নতুন সাহিত্যধর্মী সিরিয়াল শুরু হতে চলেছে। সমরেশ মজুমদারের জনপ্রিয় উপন্যাস ‘সাতকাহন’ এ বার মেগা সিরিয়াল। নাম ‘দীপাবলীর সাতকাহন’। সাহিত্য থেকে মেগা সিরিয়াল করা মানে, স্বাভাবিক ভাবেই তাতে কিছু বদল আসবে। তাই সমরেশ মজুমদারের পরামর্শ মেনেই লেখা হচ্ছে চিত্রনাট্য। ‘দীপাবলীর সাতকাহন’ কিন্তু সমসাময়িক। লেখক জানালেন, তিনি উপন্যাসটি ’৮৭ সালে লিখেছিলেন। ‘‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ফেলা হচ্ছে গল্পটি। তাই কিছু রদবদলও থাকছে। চিত্রনাট্যে কী ভাবে কী বদলাবে, সেটা ওদের বলে দিচ্ছি,’’ বক্তব্য সমরেশের। এই ধারাবাহিকের পরিচালক সুশান্ত বসু। এর আগে অন্য চ্যানেলে ‘সাতকাহন’ সম্প্রচারিত হয়েছে। সেই ধারাবাহিকের পরিচালকও সুশান্তই ছিলেন। বলছিলেন, ‘‘সেই ২০১১ সালে আমি প্রথম ‘সাতকাহন’ করি। তবে সে বার শুধু প্রথম পর্বই করা হয়েছিল। এ বার আকাশ আট চ্যানেলের জন্য দুটো পর্ব মিলিয়ে আরও বড় স্কেলে করছি।’’

Advertisement

‘সাতকাহন’-এর প্রধান চরিত্র দীপাবলী। তার জীবনের ওঠাপড়া নিয়েই গল্প। সেই চরিত্রে নতুন মুখ নেওয়া হচ্ছে। দীপাবলীর চরিত্র করছেন সৌমী চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন বোধিসত্ত্ব মজুমদার, বিপ্লব দাশগুপ্ত, তুলিকা বসু প্রমুখ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দেখা যাবে এই ধারাবাহিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন