Bengali Mega

নতুন চমক, মোহরের সঙ্গেই কি বিয়ে হবে শঙ্খের?

চিত্রনাট্যের দাবি মেনে, কখনও মোহর-শঙ্খ কাছাকাছি। পরের পর্বেই আবার দূরে। সারাক্ষণ ‘কী হয় কী হয়’ উত্তেজনা!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১২:৫৪
Share:

সামাজিক বিয়ে হতে চলেছে মোহর-শঙ্খের।

স্টার জলসার 'মোহর' হিট শিক্ষক-ছাত্রীর ভালবাসার গল্পে জোরে। কখনও সোচ্চার, কখনও নিরুচ্চার সেই প্রেম তুফান তুলেছে দর্শকের মনে। চিত্রনাট্যের দাবি মেনে, কখনও মোহর-শঙ্খ কাছাকাছি। পরের পর্বেই আবার দূরে। সারাক্ষণ ‘কী হয় কী হয়’ উত্তেজনা! একের পর এক মোচড়।

Advertisement

চ্যানেলের সোশ্যাল পেজ সূত্রে খবর, এ বার নাকি মোক্ষম মোচড় পড়তে চলেছে। মোহর-শঙ্খের যে গোপন বিয়ে নিয়ে বেশ কয়েকটি পর্ব সুপারহিট, এ বার সেই বিয়েতে সিলমোহর পড়তে চলেছে। অর্থাৎ, সামাজিক বিয়ে হতে চলেছে মোহর-শঙ্খের।

এর আগে পর্বে দেখানো হয়েছিল, মোহর-শঙ্খের গোপন বিয়ের কথা জানাজানি হতেই টানাপড়েন শুরু হয় শঙ্খের পরিবারে। জেঠুমণি শঙ্খকে জোড়হাতে ভিক্ষে চান মোহরের কাছে। মোহর কি সরে যাবে তার জীবন থেকে?

Advertisement

এমন উদ্বেগ পর্ব কাটিয়ে এ বার কাছাকাছি আসতে চলেছে জুটি। মোহরকে ফোন করে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছে শঙ্খ। মোহরের দিদি-জামাইবাবু জানে, এই বিয়েতে মোহরই পাত্রী। মন্দিরের বিয়ে সামাজিক করতেই মোহরের অজান্তে শঙ্খের এই আয়োজন।

‘এখানে আকাশ নীল’-এর হিয়ান জুটির মতোই জনপ্রিয় ‘মোহদীপ’ জুটি। তাই বিরহ কাটিয়ে অবশেষে কাছাকাছি আসছে শিক্ষক-ছাত্রী-- জেনেই নেটাগরিকদের আবদার, ‘লক্ষ্মী কখনও নারায়ণের ডাকে সাড়া না দিয়ে পারে না। তাই নিজের বিয়েতে অংশ তো নেবেই, কিন্তু দয়া করে নির্বিঘ্নে বিয়ে আর বৌভাতটা করুন। শঙ্খ-মোহরের বহু প্রতিক্ষিত মিলন দেখার জন্য আমার মতো অনেক অনেক দর্শক বসে আছে। শ্রেষ্টা আর কাকাকে তালাবন্দি করে রাখুন আর আমাদেরও শান্তিতে বিয়ের সব কিছু উপভোগ করতে দিন'।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement