‘মাদারি’র ট্রেলারে চমকে দিলেন নিশিকান্ত

‘দৃশ্যম’-এর পর এ বার ‘মাদারি’। ফের আরও এক পটকায় ভেলকি দেখাতে আসছে নিশিকান্ত কামাথ পরিচালিত ‘মাদারি’। গত বছরই মুক্তি পেয়েছিল অজয় দেবগন, তাব্বু অভিনীত ‘দৃশ্যম’। প্রশংসাও কুড়িয়েছিল এই থ্রিলার ফিল্ম। ১০ জুন মুক্তি পেতে চলেছে নিশিকান্তের আরও এক থ্রিলার ছবি ‘মাদারি’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৬ ১৫:৫৩
Share:

‘দৃশ্যম’-এর পর এ বার ‘মাদারি’। ফের আরও এক পটকায় ভেলকি দেখাতে আসছে নিশিকান্ত কামাথ পরিচালিত ‘মাদারি’। গত বছরই মুক্তি পেয়েছিল অজয় দেবগন, তাব্বু অভিনীত ‘দৃশ্যম’। প্রশংসাও কুড়িয়েছিল এই থ্রিলার ফিল্ম। ১০ জুন মুক্তি পেতে চলেছে নিশিকান্তের আরও এক থ্রিলার ছবি ‘মাদারি’।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মাদারি’-র ট্রেলর। আর মাত্র পাঁচ দিনে সোশ্যাল মিডিয়ায় ৫০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। একটি অপহরণের কাহিনী নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। এর পাশাপাশি ছায়ার মতো এগিয়ে চলে দুই পিতা-পুত্রের সম্পর্ক। প্রধান ভূমিকায় অসাধারণ অভিনয়ে নজর কাড়লেন ইরফান খান। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জিমি শরগিল।

দেখুন ভিডিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement