ফুটবলতারকা আশরফ হাকিমির সঙ্গে নোরার প্রেম! ছবি: সংগৃহীত।
প্রেমে পড়েছেন নোরা ফতেহি! বলিউডে কেউ প্রেমে পড়লে বা প্রেম ভাঙলে, তা বেশি দিন কারও অজানা থাকে না। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। বিদেশি সঙ্গী হলেও সেই খবর লুকিয়ে রাখার উপায় নেই। এ বার বলিউডে গুঞ্জন, নোরা ফতেহি নাকি প্রেম করছেন মরক্কোর ফুটবলতারকা আশরফ হাকিমির সঙ্গে।
কিছু দিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অফ নেশন ফুটবল ম্যাচ দেখতে পৌঁছেছিলেন বলিকন্যা। তার পর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।
আশরফের খেলা দেখছেন নোরা, এমন বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলতারকা যখন মাঠে, তখন নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তাঁর অনুরাগীদের। ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। তার পরেই জল্পনার সূত্রপাত। নেটাগরিকের অনুমান, আশরফের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি।
বলিপাড়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এ বার আরও ঘনীভূত হল। অনুমান, মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি। এই বিষয়ে, নোরা বা আশরফ কেউই কিছু বলেননি যদিও। কিন্তু নোরার ছবিতে আশরফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।”
বর্তমানের প্রথম সারির ফুটবলতারকাদের মধ্যে আশরফ অন্যতম। অন্য দিকে কয়েকটি মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে নোরারও আন্তর্জাতিক পরিচিতি তৈরি হয়েছে। গত বছরই আমেরিকার ছোটপর্দার অনুষ্ঠান ‘দ্য জিম্মি ফ্যালন শো’-তে কাজ শুরু করেছেন নোরা। কিছু দিন আগে ফরাসি ডিজে ডেভিড গেট্টার সঙ্গেও একটি কাজ করেছেন নোরা।